মনে হচ্ছে যেনো কেউ আমার পায়ে আজ শেঁকল পড়িয়ে দিয়েছে!!!আমি এই শেকঁল ছেড়ে বেরুতে পারছিনা,কিন্তু প্রান-পণ চেষ্টা করছি এটা খুলে ছুটে চলে যেতে,আমার যে তোমার কাছে যেতে কী ভীষন ইচ্ছে করছে তা কি করে বুঝাই বলোতো তোমাকে?আমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে,বন্ধ জানালাগুলো খোলার কোন উপায়ও খুঁজে পাচ্ছিনা..
আমার যে কেবলই মনে হচ্ছে আমি আজ এক খাচাঁয় বন্দি দোয়েল অথবা ময়না পাখি...
কেউ আমাকে জোড় করে দু পায়ে শেঁকল পড়িয়ে রেখেছে..আমি ছুটে বের হতে চাচ্ছি কিন্তু বার বার ব্যর্থ হচ্ছি...আমি জোরে জোরে তোমার নাম ধরে ডাকছি .."সজল আমাকে নিয়ে যাও",আমাকে শেঁকল মুক্ত করো,কিন্তু আমার এ আর্তনাদ তোমার কাছে পৌছুতে পারছেনা কিছুতেই!!! মনে হচ্ছে যেনো আমার কথাগুলো প্রতিধ্বনিত হয়ে আমার কাছেই আবার ফিরে ফিরে আসছে!!!
আমি কি তবে তোমার কাছে আজ আর পৌছুতে পারবোনা,কিন্তু আমার মনটাকে যে আমি এই শেঁকল বন্দি করতে পারছিনা সজল!!!আমার এই অশান্ত অবুঝ মনটা যে কেবলই তোমার সংস্পর্শে থাকতে চায় প্রতিটিক্ষণে!!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



