"সারাদিন তোমায় ভেবে,
হোলোনা আমার কোন কাজ,
হোলোনা তোমাকে পাওয়া,
দিন যে বৃথাই গেলো আজ!!!
এই গানটা আমার খুব প্রিয়,কারণ গানের কথাগুলো আমার সাথে মিলে যায় প্রায়ই।
আমার প্রতিটি কাজের মাঝে,আমার সমস্ত ভাবনায় সবসময় একজন মানুষ বিচরণ করে,আমি ওকে অনুভব করি প্রতিক্ষনে,মনে হয় যেনো ও আমার আত্মার সাথে মিশে আছে,আমাকে ছেড়ে যায়না ও একটি মূহূর্তের জন্যও...
যতটুকু সময় ঘুমিয়ে থাকি,শুধুমাত্র ওই সময়টুকু আমার ভাবনাগুলোও মনে হয় ঘুমিয়ে পড়ে।সকাল বেলা চোখ খোলার পর পরই আমার ভাবনাগুলো এবং এতে বিচরণকারী মানুষটা জেগে ওঠে,সেই তখন থেকে আবারও রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত তার অবাধ বিচরণ আমার মনে,প্রতিদিন আমার ইচ্ছে করে আমার ভাবনায় বিচরণকারী এই মানুষটাকে দেখতে,ওর সাথে অনেক অনেক কথা বলতে(যদিও আমি মনে মনে ওর সাথে অনেক কথাও বলি),ওর সুন্দর এবং মজার কথাগুলো শুনতে,ওর হাসিমুখটা দেখতে,এগুলোর জন্যইতো আমার প্রতিমূহূর্তের অপেক্ষা....আর এই প্রতিমূহূর্তের অপেক্ষা এবং আমার দিনটা তখনই সার্থক হয় যখন আমি দিনশেষে কিছুসময়ের জন্য হলেও সজল কে একটু দেখতে পারি,আর দিনটা সেদিনই বৃথা মনে হয়,যেদিন অনেক চেষ্টার পরও আমি ওকে দেখার সুযোগ পাইনা!!কারণ সজল'ইতো আমার মনের ভিতরে বিচরণকারী সেই মানুষ,যার জন্য আমার এতো অপেক্ষা........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



