বাইরে অঝোর ধারায় বৃষ্টি হলেই আমি মনে মনে আমার স্বপ্নের বৃষ্টি বিলাসের দৃশ্যটায় হারিয়ে যাই, এই দৃশ্যটা ঠিক কবে থেকে ভাবতে শুরু করেছি তা ঠিক মনে নেই,তবে আমি জানিনা কেনো আমার বৃষ্টি নিয়ে ভাবনা এলেই আমি এই দৃশ্যটায় প্রবেশ করি.....
যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত,দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত,ধানক্ষেতের একটু পাশ দিয়েই বয়ে চলেছে এক শান্ত নদী,আর আমি এই নদীর পাড়ে বসে আছি একা,ধবধবে সাদা রংয়ের একটা শাড়ি পড়ে,কারণ সাদা রং টা আমার ভীষন পছন্দ....আর আমার পাশে দিগন্তজোড়া শুধু সবুজ ধানক্ষেত। আকাশ জুড়ে কালো মেঘের বিচরণ দেখে মনে হয় এই বৃষ্টি নামলো বলে.........
এটা ভাবতেই নদীর দুকূল ছাপিয়ে বৃষ্টি নামলো এই সবুজ ধরণীতে,নদীর পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে মিশে যাচ্ছে ,আমি উঠে দাঁড়িয়েছি এবং বৃষ্টিকে বরণ করে সবুজের সাথে একাত্ম হয়ে ধানক্ষেতের মধ্যে দিয়ে হেঁটেই চলেছি...এ চলার যেনো কোন শেষ নেই,উদ্দেশ্যহীন যাত্রার মতো!!!আশে পাশে এমনকি দূর-দূরান্তেও কেউ কোথাও নেই......আমি একা শুধু হেঁটেই যাচ্ছি, বৃষ্টির শব্দ ছাপিয়ে মনে হচ্ছে যেনো দূর থেকে আমায় কেউ ডাকছে,আর আমি সেই জন্যই যেনো দ্রুত গতিতে এগিয়ে যাবার চেষ্টা করছি...
কে আমাকে ডাকছে?তবে কি আমি যার জন্য মনে মনে প্রতিক্ষার প্রহর গুনছিলাম,সে?
আমার যে অনেক অনেক দিনের ইচ্ছে তার সাথে আমার বাস্তবে না হোক এই কল্পনাতেই বৃষ্টিতে ভেজার,তবে কি আজ আমার সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি এটাও অন্যগুলোর মতোই অধরাই রয়ে যাবে?
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



