কষ্টগুলো কে মাঝে মাঝে আমার সমূদ্রের ঢেউ এর মতো মনে হয় । সমূদ্রের এই ঢেউগুলো যেমন করে সমূদ্রের বুকে আছড়ে পরে,ঠিক তেমনি করেইতো আমাদের জীবনের কষ্টগুলো আছড়ে পড়ে ,আর ক্ষত-বিক্ষত করে আমাদের আমাদের জীবনটাকে ।
সমূদ্রের রূপ এক এক সময় যেমন এক এক রকম,আমাদের এই জীবনটাওতো তেমনি....
খুব ভোর বেলা যখন লোকজনের আনাগোনা কম তখন সমূদ্র কে দেখতে একেবারেই শান্ত লাগে,ঠিক যেনো সদ্য কৈশোর পেরোনো গ্রামের কোন কিশোরীর মতো । এই সময়টায় এই দৃশ্যটা দেখে মনটা একেবারেই শান্ত,স্থির হয়ে যায় । আবার দুপুরের দিকে সমূদ্রের ভয়াল রূপ ঠিক যেনো জীবনে আকস্মিকভাবে আগমন ঘটা বড় ধরনের কোন বৈশাখী ঝড় রূপী বিপদের প্রতিচ্ছবি!!!
সন্ধ্যাবেলায় মানে ঠিক গোধূলী লগ্নটায় আবার সমূদ্রের আরেক আশ্র্চয রূপ ।সূর্য ঢলে পড়ার পর পরই কখনও দূরে কখনও কাছে মিট মিট করে জ্বলা কিছু আলো চোখে পড়ে,এগুলো জীবনের তাগিদে ঝড় এবং বিভিন্ন প্রতিকূলতার সাথে যুদ্ধ করে যাওয়া জেলেদের বহনকারী মাছ ধরা ট্রলার,এদের জীবন যুদ্ধ আজীবন চলতে থাকে .......
সমূদ্র আমার খুব প্রিয়,আমার খুব ইচ্ছে করে বারবার ওখানে ছুটে যেতে । আমি প্রায়ই মনে মনে ওখানে ঘুরে আসি,চোখ বন্ধ করলেই আমি আমার সেই প্রিয় দৃশ্যটা দেখতে পাই একেবারে স্পষ্ট...
আমি গোঁধূলি বেলায় আনমনে একা একা হেঁটে চলেছি,কখনও সামনে ,কখনও শান্ত হয়ে যাওয়া ঢেউগুলো আবার কখনও ডুবে যাওয়া সূর্য টাকে দেখছি...আর বার বার ছোট ছোট ঢেউগুলো এসে আমার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে । কিছুসময় পর আমি দাঁড়িয়ে পড়লাম,সূর্যটা ততক্ষণে সমূদ্রের সাথে মিলিয়ে গেছে,আমি দূরের মিলিয়ে যাওয়া সূর্যটার আলোর ছটায় রাঙ্গানো আকাশটা দেখছি,একটু পরেই অনূভব করলাম কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার ডান হাতটা শক্ত করে ধরে, অবাক চোখে আমি তার দিকে তাকালাম এবং তাকে দেখে আমার মনের আকাশটাও রঙ্গিন হয় উঠলো মূহূর্তেই,সাথে সাথেই আমার সব বিষ্নতা মিলিয়ে গেলো সমূদ্রে মিলিয়ে যাওয়া সূর্যটার মতোই....কারণ আমার পাশে এসে দাঁড়ানো মানুষটা যে আর অন্য কেউ নয়,সে যে আমার সজল,আমার আনন্দের,সুখের কেন্দ্রস্থল.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



