
১.
এই হলো অামার সীমারেখা
এর মধ্যেই অাছে নদী ও অাকাশ; ইচ্ছে করলে
তুমিও ধরে অানতে পারো প্রজাপতি
পাখনা মেলে যদি উড়তে চাও
-উড়তে পারি
নর্দমার দূর্গন্ধ অামার একদম সহ্য হয় না ।
২.
বুকে ২২ মণ পাথর নিয়েও
যে দিব্যি ঘুমাতে পারে...
তাকে ৩ মণ পাথরের ভয় দেখিও না
৩.
অাদর্শ নয়
মানুষ অার অমানুষের দ্বন্দ্বটাই মুখ্য
৪.
রোদটাকে তখন'ই ঝলমলে মনে হয়
যখন উত্তাপ কম থাকে
৫.
ভাবছি চশমার পাওয়ার অার বাড়াবো না
যদি বয়স অার না বাড়ে ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



