আহা! কত বর্ষা পার হয়েছে
কদমফুল হাতে নিয়ে কেউ আসেনি
এই নষ্ট শহরের রাস্তায়
ভেজা শালিকের মত হেঁটে হেঁটে।
কিন্তু মেঘেরা ঠিক উড়ে গেছে
আমাদের আকাশ ছুঁয়ে
শূন্য তেপান্তরের হাওয়ায়
ঘাসফড়িঙের রং হয়ে
একলা, অনেক একলা থাকার অভ্যাসে।
ইরেজারে কত ছবি হারালো
ঘড়ির কাঁটা বেয়ে হারালো কত সময়।
কিন্তু আমাদের ঘুম এলো না
শুধু ঝড়ের অপেক্ষায়, একটা বড় বৃষ্টির আশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


