
তোমার বিচ্ছেদ এতোটাই ভেংগে দিয়েছে
যেন চীনের প্রাচীর বেধ করে ঢুকেছে চেংগিস
এখন শুধু রক্ত আর লাশ !
তুমি রিক্সা, বাস ছেড়ে সোজা পাজেরো
হাতে আমার মগজ, খুলি
অধরে তোমার সে কি হাসি !
সে শব্দে উড়ে গেল একটি সারস
বিরক্তির রেখা টেনে
বন্ধ হলো জানালা দরজার খোলা কপাট।
তোমার বিচ্ছেদ এতোটাই মধুর হয়ে উঠেছে
টং থেকে সুপার স্টোর
পত্রিকার প্রধান খবর
যেন আমি মস্ত বড় সেলিব্রিটি
এমন কি তোমার বিচ্ছেদ শোক কথা
বহু লোকের অন্দরমহলে মাকড়সার সরু জালের মতো
চুপ করে লটকে আছে।
তোমার বিচ্ছেদে এক অন্যমাত্রার সুর
কোন এক গোধূলিসন্ধ্যায় জাপটে ধরে
লিপস্টিক এর স্বাদ
আজও অব্দি আছে
এতো বিরিয়ানি, হাবিজাবি খাই
তবুও বেহায়ার মতো আসে
হাত দুটি সহ্য করতে না পেরে
এক করতে চাইলো দুটি গোলার্ধ
দু-চোখ ভরে শুধু দেখছি তোমায়
ডাংগায় ছটফট রত যেন মৎস !
১৩ আগস্ট ২২।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




