
আমার জড়াইয়া ধইরা চুমাচুমি খাওয়ার অভ্যাস আছে
তাই দূরে থাইক মেয়ে
আরও বদ অভ্যাস আছে
না,
না,
মদ, বিড়ি, সিগারেট
ছি:!
ওসব একদম না
নেশা একমাত্র কবিতা ।
কি?
নারীর শরীর!
সে তো নানি, দাদি, ফুপু, খালা,
জননী, বোন, স্ত্রী, প্রেমিকা।
আমার দু চার দিন শুধু নলের জল
বন রুটিতে
জীবন যাপন করার অভ্যাস আছে
নরম বালিশের বদলে ইট
সড়কের ধুলা বালি
নোংরা জলে মানায় গেছি
একদম ফিট।
আরও বদ অভ্যাস আছে
না,
না,
দামী বাড়ি, গাড়ি
দিতে পারমু না
এমনকি গহনা।
চলবে কবিতা ?
বুকের ভেতর ভীষণ আগুন
বহমান নীল দরিয়া
সবাই আগুন নিতে পারে না
সবাই ভাসতে জানে না
তুমি পুড়ে যাবে
পুড়ে পুড়ে ছাই কয়লা।
জানি তো,
বড় পাষাণ বাস্তবতা
বড় পাষাণ এই দুনিয়া
তাই দূরে থাইক মেয়ে
কবিতা তোমার লগে খাটে না
যদিও
তুমি নিজেই একখান জমকালো অসমাপ্ত কবিতা।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



