
এখানে খুব সহজে অনেক কিছু পাওয়া যায়
আবার অনেক কিছু কোনদিন পাওয়া হয়ে উঠবে না
এ সত্য মেনে জীবন ধীরে ধীরে মুছে যায়।
যদি প্রশ্ন কর স্বাধীনতা নিয়ে আমি তো বলব,
" জন্ম নিতে পেরেছি স্বাধীন দেশে স্বাধীনতা মিলছে না শেষে।
যদি প্রশ্ন তোল গনতন্ত্র নিয়ে আমি তো বলব,
ফালানির মতো লটকে আছে কাঁটাতারে।
যদি জিগ্যেস কর আমার প্রেম নিয়ে
আমি তো বলব,
প্রেম স্রষ্টার সাথে হয় এবং তাঁর সৃষ্টির সনেও।
এখন সে হতে পারে কুমারী নারী, মধ্য বয়সী আবার মৃত্যু পথযাত্রী যে কেউ
আবার হতে পারে ফুল, পাখি, লতাপাতা,ঝোপঝাড় ,গাছ, আসমান, জল, বায়ু কতকিছু।
বাস্তবতা বড্ড কঠিন
দেয়ালের পর দেয়াল দাঁড় করায় সামনে
আমি সমস্ত দেয়াল ভেংগে দেখি,
সেখানে শুধুই একাকী আমি
শূন্য একটা অবস্থান
এর বেশী কিছু নেই তো
আছে কি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



