
মনে হয়,
এ দুনিয়ায় আমি ছাড়া আর কোন প্রাণী নাই
একা একা থেকে থেকে
প্রেম নামক ব্যামো
একটা ছোট কামরায় আমাকে রেখে পালিয়েছে
জানালা খুলে মানুষ খোঁজার চেষ্টা করি
দেখি গোটা শহর জুড়ে পোস্টার।
যে কটা গাছ আর পাখি চুপচাপ টিকে আছে
ওদিকে এম পি মন্ত্রীদের এখনো চোখ পড়ে নাই
একবার পড়লে আর রক্ষা নাই !
ওরা যেদিকে হাত দিয়েছে
সোনা হয়েছে ছাই
অথবা ছাই হয়েছে ধ্যাৎ ছাই!
একদম নিজের করে ছেড়েছে সব
সে হোক দেশের সংবিধান
কিংবা স্বাধীনতা
এমনকি ভোটের অধিকার !
মনে হয়,
আমার আল্লাহ, রাসুল, মা
এবং কবিতা ছাড়া আপন কেউ নাই
যারে আপন করতে চাই
সে বলে,
ছেড়ে দে
এ জ্বালা সহ্য করতে ভয় পাই
মানুষ বেঈমান
একমাত্র কবিতা
কবিতা সাচ্চা ঈমানদার।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



