
তোমার সনে একটাই লেনদেন
সে তো মনের
এখানে কোন ভুমিকা নেই দেহের
যদি
দেহটা দিতে পারতুম
বেঁচে যেতুম
সত্যি, বেঁচে যেতুম
গলা উঁচিয়ে বলতে পারতুম,
যা শালা !
একদম উজাড় করে ছেড়েছে
কিছুই নেই নিজের।
বাড়ির চারপাশ ইদানীং কুয়াসা ঘিরে রাখে
নিজেকে মনে করি কয়েদি
লেপ মুড়ি দিয়ে তোমার কথাই ভাবি
মা এসে জানালার পর্দা সরিয়ে রোদ খুঁজে
রোদের চেহারা আজকাল ভীষণ মলিন
মা'কে নিশ্চয়তা দেই
আসবে রোদ
সবুর কর মাত্র তো কয়েকটা দিন।
অমন নিশ্চয়তা তোমাকে নিয়ে করতে পারি না
শতভাগ নিশ্চিত
হবে না মিলন
চলে যাব যেকোনো দিন
ভালোবাসি না বলে
বলবে তুমি,
ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন !
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



