
অনেকে ছেড়ে চলে গেছে
আরও অনেকে যাবে
আমিও যাব
লিস্টে নাম তো আছে।
জন্ম এবং মৃত্যুতে আমার নিজের কোন হাত নেই
যারা বা যিনি এ কর্মটির সাথে জড়িত
তাদের বা তাঁকে ধন্যবাদ দেই।
ইদানীং ; লক্ষ্য করছি
চোখ বুজে থাকার চেয়ে শান্তি অন্য কিছুতে নেই
যে দু:খগুলো আমার সাথে ওঠাবসা করে
ওরাও ছেড়ে যায়
যখন ভেবে চলি তোমায়
এ সুত্র মতে বলা যেতে পারে
তুমি আমার দু:খ শুষে নেবার একমাত্র
উত্তম দাওয়াই।
প্রতিটি মুহূর্তে হারি
প্রতিটি মুহূর্তে জিতি আবার
আসলে হার জিত দুটোই আমার।
যখন নেমে আসে পারদ শূন্যের কোঠায়
হাড় মাংস কাঁপে
নিরুত্তাপ চাঁদ মাথা দেখায়
ন্যাড়া গাছের আগায়
ঠিক তখন
ঠিক তখন
তোমার সুতনু আমার ঘাম ঝরায় !
অনেকে ছেড়ে চলে গেছে
আরও অনেকে যাবে
আমি যাব
তুমিও যাবে
লিস্টে নাম তো আছে
হয়তো খুব কাছাকাছি এসে গেছি
রাতদিন কাটে দীর্ঘ অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



