
যখন সামনে এসে দাঁড়াও
তোমার সুশ্রী মুখের দিকে আমার অপলক দৃষ্টি
পৃথিবীর সবচেয়ে সুন্দর
সবচেয়ে রহস্যে ঘেরা মানুষটিকে দেখছি
কেবল তাই মনে হয়।
একদম ভুলে যাই তখন
চারপাশের খবর
নির্বাচন, নমিনেশন
গাজায় কচি শিশুর আর্তনাদ
ভৌগলিক সামাজিক রাজনৈতিক উলটপালট
টক শো
নেতাদের বেহুদা বকবক
লোভে ভরা ওদের চেহারার চকচক।
শুধু মুখোমুখি
তুমি এবং আমি
নিজেকে ভাবি বারুদ ঠাসা কাঠি
দিয়াশলাই তুমি
দুজন আর একটু সামান্য এগুলে
কেল্লাফতে
ফুস !
যদিও
এ কোনদিন হবার নয়।
যখন সামনে এসে দাঁড়াও
তোমার ডাগরডোগর দুটি চোখ
কিছুক্ষণের জন্য
আমাকে যেই করে বন্দী
ওতে আমার কি যে সুখ !
যদি জানতে
তবে কি আর এমন অবহেলা করতে ?
আসলে তোমার সনে জ্বলতে চেয়েছি আজীবন
গ্রীষ্মের দুপুর শীতল পাটি পেতে
তোমার কোলে ঘুম
সন্ধ্যা বাতি দেবার পর
তোমার সেই ঘুরে তাকানো ক্ষন
রাত নিশিতে লেগে থাকতে চেয়েছি
আঠার মতন।
যদিও
এ কোনদিন হবার নয়
তাই বুঝি এতো কবিতার জন্ম ?
নিজেকে
নিজেকে
তুষারে ঢাকা কচি ঘাস মনে হয়।
তবুও
কি এক আশায়
বুক গহিনে রোজ রোজ গোপন বৈঠক
ঐ তো রোদ এলো
রোদ এলো
ছারখার হতে
তবে কিসের
কিসের এতো ভয় ?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



