আমি আমার মতো আছি
আসলেই কি ?
প্রশ্নটা করেই বুঝেছি
ইহা মস্ত বড় বোকামি।
তোমার কথা সব সময় ভাবি
রঙিন হতে থাকে ক্রমাগত ভবিষ্যৎ
এতো বেশী বিষাদ টেনেছি
ভুলে যাচ্ছি প্রেমের সমস্ত বিধি।
আমি আমার
আসলেই কি?
যে নোনাজল মিশে গেছে বালিশে
ফেরত চাই না উহা নালিশে।
একটা নদী বহমান
বুক গহিনে
যার স্রোত ঢেউ
দেখে না কেউ
স্রেফ টের পাই আমি।
নেমন্তন্ন তোমার
ভিজবে
ডুবে যাবে
ভেসে যাবে যেমন খুশি।
তলিয়ে গেলে
ভয় নেই
ভয় নেই
আছি তো আমি।
আমি আমার
কতটা সত্যি ?
রাতের আকাশকে যেমন বিকশিত করে
হাজারো নক্ষত্র
প্রতিরাতে যেখানে হাজিরা দেয় চন্দ্র
তুমি তেমন
সমস্ত কঠিন হিসেব আজকাল সহজ করে দাও
গোপন চিহ্ন এঁকে পালাও
যার কোথাও নাই সামান্য বক্র !
এসো মেয়ে
এসো
দেখি,
কেমন ফুঁসিয়ে তোল মৃত নোনা সমুদ্র !
তবে কি
তবে কি
তুমি আমার প্রকৃত সুখ?
মেয়ে,
মৃত্যুকে তুচ্ছতাচ্ছিল্য করে
উদোম রেখেছি হৃদয় এবং বুক
আমি যে আমার নই
এ কবিতা
একমাত্র দলিল প্রুফ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮