#
“খোকা ঘুমালো পাড়া জুরালো
বর্গী এলো দেশে”।
যখন সব খোকা ঘুমিয়ে পড়ে
ঘন নিকষ আঁধারে এই বাংলাদেশে
যখন সব খোকা পালিয়ে যায় মাকে ফেলে
তখন দস্যুর দল চুপি চুপি হানা দেয় নির্জন দ্বীপের বুকে।
ফিরে এসো খোকার দল-ফিরে এসো জ্ঞানে
ফিরে এসো তোমার নিজস্ব পরিচয়ে।
“ধান ফুরুল, পান ফরুল
খাজনার উপায় কী”?
ও খোকা, আর কত ঘুমাবে?
ভাড়ারে আর কত অর্থ আছে জান কী?
কত ব্যাংকার চাকরী খোয়ালো
কত বিনোয়গকারী সর্বস্ব হারালো
কেউ নিয়েছে তার কোন খোঁজ
ওই তো রিক্সাওয়ালা,বেকার সূতো দিদি আধাপেটা রোজ।
ফিরে এসো খোকার দল-ফিরে এসো জ্ঞানে
ফিরে এসো তোমার নিজস্ব পরিচয়ে।
কোটাল এলো অস্ত্র উঁচিয়ে
রাজপথ ভাসে শ্রমিকের রক্তে
কেউ বলেনা আর রাজা তুমি স্বৈরাচার
রাজা তুমি স্বৈরাচার।
৩১/১০/২০২৪