আজ হয়তো কয়েকজন ছিল রাজপথে
মৃত্যুভয় উপেক্ষা করে, “জয় বাংলা” শ্লোগান ছিল কন্ঠে।
হায়েনারা হয়তো ভুলে গিয়েছে তাদের পূর্বপুরুষের একই ছিল কাজ
শহীদ মিনারে যেতে দিত বাধা।তবুও ফুল হাতে বাঙালি যেতো
শহীদ বেদী মূলে।
একজন
দু’জন
অতঃপর সহস্র বাঙালি ছুটে যেতো শহীদের স্মৃতিতে পুষ্প দেবে বলে
অতঃপর একাত্তর।অতঃপর স্বাধীনতা।
আজ হয়তো কয়েকজন ছিল রাজপথে
মৃত্যুভয় উপেক্ষা করে, “জয় বাংলা” শ্লোগান ছিল কন্ঠে,
বারতা দিয়ে যায়- যা কিছু অবৈধ, বাঙলার মানুষ লড়বে তার বিরুদ্ধে।
১০/১১/২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



