
তোমরা জেনে রেখো আমি জন্মেছিলাম -
মুজিবের দেশে-
সবুজ-শ্যামল-স্বাধীন বাংলায়।
তোমরা জেনে রেখো আমি বড় হয়েছি
পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা শুনে শুনে- সাতই মার্চের ভাষণ।
তোমরা জেনে রেখো আমার মতবাদ-
মুজিববাদ।
তোমরা জেনে রেখো আমি জয় বাংলার লোক
তোমরা জেনে রেখো আমি জয় বাংলার লোক।
১১/১১/২০২৪
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



