আমি মানুষ টা খুব একটা বড় না(বয়সে), কিন্তু উচ্চতায় ভালই বড় (৫.১১ ফিট)। যাই হোক আমার স্বপ্ন না অনেক বড়। আমি চাই বাংলাদেশের নাম যেন সবাই জানে। মাঝে মাঝে ইচ্ছা হয় এমন কিছু করতে যাতে সারা পৃথিবী বাংলাদেশ কে সবসময় মনে করে। ইচ্ছা হয় দেশটা কে আমেরিকার পর্যায়ে নিয়ে যেতে, আমি সিরিয়াস হয়েই কথা গুলো লিখছি।
জানি স্বপ্ন আর বাস্তব এক কথা নয় এবং হয়তবা আগামী ২০০ বছরেও তা সম্ভব না। কিন্তু কিছু তো করতে পারি।
আমি চাই ওয়েবের মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করতে। আমাদের দেশ থেকে যদি এত সুন্দর ব্লগ সাইট যেমন সামহোয়্যারইনব্লগ থাকতে পারে তবে আমরা নিশ্চই এর চেয়েও ভাল কিছু করে দেখাতে পারি যেখানে শুধু বাংলাদেশী নয় সারা বিশ্ব থেকে সবাই সব সময় ঢুকবে।
আমি চাই ফেইসবুক এর মত একটি সামাজিক সংগঠন করতে যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। হতে পারে তার নাম লেগবুক হয়
অনেকেই হয়ত ভাবছেন সুপারহিটপোলা কি আলতু ফালতু লিখছে এসব, লিখলে তো সুপারফ্লপ এ পরিনত হবে অচিরেই। তাদের কাছে প্রশ্ন রাখছি - আপনার কেন মনে হয় যে আমরা একটি শক্তিশালী সামাজিক সংগঠন করার ক্ষমতা রাখি না????ফেইসবুক তো নতুন এসেছে , আগে তো মাইস্পেস ছিল জনপ্রিয়। ফেইসবুক যদি মাইস্পেস এর স্থান নিতে পারে তবে আমরা কোন সামাজিক সংগঠন খুললে সেটা কেন জনপ্রিয় হবে না???
ভাবছেন হয়ত আমরা ফেইসবুক এর মত এত আপডেট দিব কি করে আমরা?আর আমাদের এত প্রোগ্রামার আসবেই বা কোথাথেকে? এরও উত্তর আছে আমার কাছে। বুয়েট, রুয়েট, চুয়েট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব সি.এস.ই র ছাত্ররা বের হয় তারা কি একটা সাইট আপডেট করার ক্ষমতাও রাখে না? অবশ্যই পারে। তাহলে কেউ এমন সাইট করায় এগিয়ে আসছে না কেণ???
কেউ এগিয়ে আসুক আর নাই আসুক, আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করব এমন একটা সাইট করার,
আর এই স্বপ্ন দেখার সাহস আছে দেখেই তো আমি সুপারহিটপোলা।
ও আর একটা কথা, সাইট তৈরি করার সহযোগিতার ইচ্ছা থাকলে জানতে দেরি করেন না।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



