আজ আমি আমার মেইল এড্রেস এ সামওয়্যার...ব্লগ থেকে একটা মেইল পেয়েছি। মেইলটি আপনাদের জন্য এখানে দিচ্ছি।
------------------------------------------------------------------
dear Array,
thanks for starting a blog at somewhere in... blog, we have now approved
your blog for front page postings. enjoy.
have colourful blog moments,
the blog team
--
we create colourful moments of togetherness, discovery and achievement
-------------------------------------------------------------------
এই মেইল পেয়েই তো আমি বেশ খুশি। তাড়াতাড়ি কম্পিউটার এর সামনে সময় অপচয় করতে বসে পড়লাম। একটা ছোট খাট আর্টিকেলও লিখে ফেললাম, কিন্তু হায় প্রথম পাতায় তো আমি আমার লেখা দেখতে পাইলাম না। কি করব ভেবে পাচ্ছিলাম, ঠিক এমন সময় দেখি নোটিশ বোর্ডে ২ টি ম্যাসেজ। প্রথমটি ফাকাঁ , দ্বিতীয়টিতে লেখা আছে যে আমার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে।কিন্তু বাস্তবে আমার লেখা এখনও প্রথম পাতায় প্রকাশিত হয় নাই।
কথার সাথে কাজে এত অমিল? মনটা খুব খারাপ হয়ে গেল। মনে পড়ল আমি বাংলাদেশে আছি। আর এই দেশে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা উচিত না। মানুষ যে মিথ্যা আশ্বাস দিচ্ছে এই অনেক, এটুকুই কয়জনে দেয়(অন্য দেশে)।
আর সামহোয়্যারইন মডারেশনের কাছে প্রত্যাশা থাকবে তারা তাদের কথার সাথে ভবিষ্যতে কাজে মিল রাখবে। প্রথম পাতায় ঢুকুর মেইল দিলে সেইসব ব্লগারদের সত্যিকার অর্থেই প্রথম পাতায় অগ্রাধিকার দিবেন।
মডারেশনের শুভ কামনার সাথে তাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টা রইল। জানি না এই চেষ্টা সফলহেবে না ব্যর্থ হবে।তবে আসা করব, মডারেশথন হতাশ না করে দ্রুত প্রথম পাতায় ঢুকতে সাহায্য করবে।
ইতি,
সুপারহিটপোলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



