'ইতিউতি'
সন্ধ্যাতারা কলি মেলেছে মোহনকান্দার আকাশে
বাতাসে লকডাউনের ভাপসা গন্ধ আর নিশিতা বড়ুয়ার বিরহী সঙ্গীত-
'বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে....'
রুমমেট ডুবে আছে বিরহী রোমান্টিসিজমে।
আমি পাঠ করছি অতন্দ্রিতার সংসারকাব্য- মেঘের স্মৃতিকথা...
করোনার... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন। ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ

(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
প্রায়ই কপিরাইট, প্লেজারিজম ইত্যাদি নিয়ে ব্লগে অনেক তথ্য আসলেও আজ ছবির বিষয়টা দেখে অনেক গুরুত্বপূর্ণ মনে হলো...
...বাকিটুকু পড়ুন
স্যার?
বলো।
খুব মন খারাপ লাগছে।
বুঝতে পারছি।
তবুও
কথা বলতে পারবে না।
কেন?
আমার মেরুদণ্ডহীন কিছু আহাম্মক
গ্রামবাসী পছন্দ করসেনা তাই।
আপনি আমার আইডল।
আপনাকে অনুসরণ করি।
হতাশ...
...বাকিটুকু পড়ুন
পরিত্যক্ত নগরীর ভীড়ে অমানুষ মানুষের ভান ধরে পিশাচের হাসি দেয়। প্রতারণার শেষ সীমান্তে শিকার পরবর্তীতে প্রতারণার রাজা হয়; প্রতি সেকেন্ডে টাকার কাছে মানুষ বিক্রি হয়,ব্যক্তিত্ব বিক্রি হয়,দেহ বিক্রি হয়। সুখের...
...বাকিটুকু পড়ুন
বারান্দায় কিংবা চলন্ত রিকশা থেকে
বাতাসে ছুঁড়ে দেওয়া
সেই চটুল হাসি এখন নিষিদ্ধ হয়ে
আমার বুকে লুকিয়ে আছে।
তুমি কি স্বামী সন্তান আর রান্না ঘরের ফাঁদে আটকা পড়েছ?
আমিও সংসারের ফাঁদে আটকা পরা একই মানুষ।
তোমার ছুঁড়ে দেওয়া সেই নিষিদ্ধ হাসি বুক থেকে বের করে
পার্থিব সব ফাঁকি দিয়ে মাঝে মাঝে এখনো ছুঁয়ে দেখি।
তুমি কি তোমার শরীরে হঠাৎ হঠাৎ
আমার দীর্ঘশ্বাসের গরম বাতাসের আঁচ টের পাও।
—————
র শি দ হা রু ন
১১/০৮/২০২২ ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ককচক, ১১ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩২

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোনও তদারকি আছে কিনা(?)
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজ (বৃহস্পতিবার, ১১ আগষ্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,
‘এটা বাণিজ্য মন্ত্রণালয় তো করবে না। কতটুকু বাড়ার কথা সেটা সড়ক পরিবহন মন্ত্রণালয় ঠিক করছে। আরও আলোচনা চলছে, এক্সাক্টলি কত হওয়া উচিত।’
‘আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। এখনও যদি ধরা হয় ডিজেলের দাম আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।’ [সূত্র বাংলাট্রিবিউন]
সরকারের মন্ত্রী এম্পিদের সাম্প্রতিক বক্তব্য শুনে মনে হচ্ছে তারা বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলানোর চেষ্টা করছেন। সাংবাদিকেরা মন্ত্রী এম্পিদের এইসব ব্যক্তব্য সাংবাদিকেরা...
...বাকিটুকু পড়ুন
পরিত্যক্ত নগরীর ভীড়ে অমানুষ মানুষের ভান ধরে পিশাচের হাসি দেয়। প্রতারণার শেষ সীমান্তে শিকার পরবর্তীতে প্রতারণার রাজা হয়; প্রতি সেকেন্ডে টাকার কাছে মানুষ বিক্রি হয়,ব্যক্তিত্ব বিক্রি হয়,দেহ বিক্রি হয়। সুখের প্রাইমারী লেভেলের ক্ষতে প্রলেপ পড়ে টাকার ধোয়ায়।
কর্পোরেটের গন্ধ গায়ে মাখতেই এলিটিসিজম আত্নায় ভর করে,নিষ্ঠুর মানুষ নেকড়ে থেকে হায়না হয়, দল বেধে ব্যক্তিত্ব খুবলে খায়।পরিচিত মুখে অসৎের কালো ছায়া ঠিক মত ঘুমাতে দেয় না,নেশার আশ্রয়ে সুখী হতে চায়।আজ পৃথিবীর সমস্ত অক্সিজেনের মিলিত রুপে আমি ব্যাক্তিত্ববান মানুষ ক্রয় করতে অক্ষম হয়েছি। ক্যাপেটালিজমের বোটকা গন্ধে নেশার বুদ হয়ে পৃথিবী নিশ্বাসহীনতায় ভুগছে।
নগরীর মোড়ে মোড়ে সবাই জয়ী হতে গিয়ে, কেড়ে নেয় মানুষের হৃদয়,মনন ও শ্রদ্ধাবোধ।বহু...
...বাকিটুকু পড়ুনআমরা যেহেতু মানুষ তাই আমাদের জীবনে চলার পথে আমরা নানান সময়ে ভুল করে ফেলি । এই ভুল তখনই অন্যায়ে পরিনত হয় যখন একই কাজ আমরা বারবার করি এবং ইচ্ছাকৃত ভাবে করে থাকি । এই ভুল বা অন্যায়কে মানুষ চাইলেই সংশোধন করতে পারে । কিন্তু কথা হচ্ছে আপনি আমি সেইটা করতে ইচ্ছুক কিনা !
আমাদের সমাজে দুই ধরনের মানুষকে আমরা দেখতে পাই সব সময় । আগেই বলেছি মানুষ ভুল করবে, সেই ভুল বারবার করে কেউ অন্যায়ও করবে । অনেক সময় দেখা যায় সে এই অন্যায় করছে সে নিজ থেকে বুঝতে পারছে না যে সে অন্যায় করছে । যখন তাকে সেই অন্যায়টা... ...বাকিটুকু পড়ুন
গত কয়েকদিন ইউটিউবে প্রচুর নাটক দেখেছি। বেশিরভাগই কমেডি ড্রামা, অল্প কিছু ছিল সামাজিক নাটক। নাটক দেখার পর মন জুড়ে আনন্দের রেশ জেগে থাকতো। সেই রেশ এভাবে স্বপ্নেও স্থান করে নিবে, এটা মনে হয় নি কখনো। ইউটিউবের সিকোয়েন্স হিসাবেই হয়ত স্বপ্নের ভিতরে নাটক ঢুকে পড়লো গতরাতে। তবে নাটকে রোমান্টিসিজমের পরিবর্তে একটা বেদনাঘন আবহের সৃষ্টি হলো। স্বপ্নের সেই ঘটনাই বলছি এখন।
স্বপ্নের ভিতর দুটো নাটক কিংবা নাটকের গল্প দেখেছি। আমরা জানি, স্বপ্নের স্থায়িত্ব খুব কম। সেই ক্ষুদ্র সময়ের মধ্যেই আমার নাটক দুটো দেখা হয়, অথচ নাটক দুটোর প্রভাব খুব দীর্ঘস্থায়ী এবং মনের মধ্যে তা গভীর ছাপও ফেলেছে।
প্রথম নাটকটা প্রকৃত অর্থে নাটক কিনা তা... ...বাকিটুকু পড়ুন