
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের আয়োজক কর্তৃপক্ষের নিয়মানুযায়ী আন্তর্জাতিক তারিখ রেখা (পশ্চিম) অনুযায়ী ৭ জুলাই মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ৮ জুলাই দুপুর ১২টা) দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। সে হিসেবে বাংলাদেশে আজ ৮ জুলাই সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোট দেওয়া যাবে।
নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে গতকাল থেকে আর ভোটে এগিয়ে থাকা স্থানগুলোর শীর্ষতালিকার হালনাগাদ প্রকাশ করা হচ্ছে না। ভোটের ভিত্তিতে শীর্ষ ৭৭টি স্থানের তালিকা কাল ৯ জুলাই বৃহস্পতিবার প্রকাশ করা হবে। সোমবার রাত পর্যন্ত নিজ নিজ গ্রুপে কক্সবাজার ও সুন্দরবনের অবস্থান ছিল যথাক্রমে দুই ও তিন নম্বরে।

কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিতে ইন্টারনেটে এই ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এখানে গেলে কক্সবাজারের পেইজ আসবে। কক্সবাজারকে ভোটের জন্য বামে নিচে Vote now for Cox's Bazaar Beach বাটনে বা সরাসরি এইখানে করুন। এখন ভোটের পেইজে আপনি কক্সবাজারকে ১ নম্বরে দেখতে পাবেন। ২ নম্বরে সুন্দরবন সিলেক্ট করুন। এবং ৩ নম্বর থেকে ৭ পর্যন্ত কক্সবাজার বা সুন্দরবনের প্রতিদ্বন্ধী নয় এমন পাচটি স্থান সিলেক্ট করুন। ভোট হয়ে গেলে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেসেজ পাবেন, সেখানে আপনার ভোটকে কনফার্ম করুন।
আর টেলিফোনে ভোট দিতে ফোন করতে হবে সুইজারল্যান্ডে, +৪১ ৭৭ ৩১২ ৪০৪১ নম্বরে। এই নম্বরে কল করার পর একটি বার্তা শোনা যাবে। বার্তা শেষ হলে সংকেত শোনা যাবে। এ সংকেতের পর সুন্দরবনের জন্য ৫৫১ এবং কক্সবাজারের জন্য ৭০৮ চাপতে হবে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




