তৃষ্ণার্ত পাথর
_________
নিরানব্বইটি নক্ষত্র ধনুকের ন্যয় দাড়িয়ে গেলে চিঁড় ধরা খনিজ মৃত্তিকায় পড়ে থাকা নিঃসঙ্গ পাথর চলমান হয়
শামুকের মতো
নিম্নমূখী জমে থাকা জল, অপেক্ষারত
জলের বাতাস
বাতাসে পিচ্ছিল পথ, পথ ও পাথরে অনন্তের শপথ
ভুরাই
বুকজল ভেসে আছি, তরল বৃক্ষ
তার দেহে পচন ধরেছে আগেই
তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে
আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।।
__________________
________ বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



