তুমি বল ভালোবাসা মানে লিভ টুগেদার ,
আমি বুঝি বিয়ে করে ঘর সংসার ।
তোমার কাছে ভালবাসার মানে -
সুযোগ বুঝে হোটেলে গিয়ে রাত কাটানো
আমি বুঝি ভালোবাসা দৈহিকের উর্ধের ব্যাপার ।
তোমার কাছে ভালোবাসা সোহরাওয়ারদির ঝোপের ভেতর
উদম শরীর দেখানো -
আমার কাছে নির্লজ্জ পাপাচার ।
তুমি বল ভালোবাসা মানে ওয়াটার ওয়ার্ল্ডে দুজনাতে মাখামাখি ,
ছিঃ, নির্ভেজাল বেল্লাপনা ।
আমি বলি ভালোবাসা নয় সেতো রসময় গুপ্তের কামকেলি ।
তোমার কাছে ভালোবাসা বিয়ের আগেই ক্লিনিকে অ্যাবরশন,
আমি বলি সেটা জারজ সন্তানের জন্ম দেয়া যাপিত জীবন ।
তুমি বল ভালোবাসা পুরাপুরি দেহের ব্যাপার,
আরে না , ভালোবাসা নিরঙ্কুশ মনের ব্যাপার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




