আজ ভালবাসার দিবস
তবে নয় শুধু প্রিয়তমার জন্যে,
সবাইকে দিব এর শুভেচ্ছা।
ছোট ছোট ফুল ও তাদের মাঝে লুকানো কলিঁগুলোকে,
নানান রঙের পাখি ও তাদের মধুর গানগুলোকে।
এই প্রকৃতি ও তার রহস্যময় সৌন্দর্য কে,
দেব বিধাতাতে চুমু আমায় এখানে জন্ম দিয়েছে,
দেব পথে বসে থাকা হতাশ ভিক্ষুক শিশুগুলোকে।
দিব ভালবাসা প্রাণ জুড়ে,
বিকেলে আপনজনের সাথে কথপকথনে।
কিংবা সেই মেয়ের হাত ধরে।
ভালবাসা নয় শুধু একদিনের
থাকলে তুমি পাশে,
হবে প্রতিদিন আমার ভ্যালেন্টাইন ডে।
বন্ধন
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



