আগের পর্বের জন্য Click This Link
বাংলাদেশে Gangster Rap
বাংলাদেশে এখন সব ঘরানার গানই হচ্ছে, মেটাল যেমন, সাথে গ্যাংস্টার RAPও । সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । মতান্তরে, সারা দুনিয়ার অনেক কিছুর সাথে আমাদের দেশটাও পিছিয়ে যাচ্ছে।
স্টয়িক ব্লিসে এলবাম রিলিজ হবার প্রায় ৫ মাস আগেই এটা পাই। ক্লাস ৯ এর র্যায়প নিয়ে ফালাফালি শুরু করলাম খুব। এর প্রধান কারণ এই স্টয়িক ব্লিস।ওদের একটা ব্যান্ড আছে, ওদের ভাতিজা, ব্লেজিন এনেক্স।যাই হোক, স্টয়িক ব্লিসের ব্যাপারে একটা কাহিনী আছে। একবার এক দোস্তের সাথে পুরান ঢাকায় গেলাম, সাথে তার এক চাচা। [স্কুলে এই একটাই দোস্ত ছিল তখন, আমার পরের রোলটা ওর, তাই একসাথে বসতাম। দারুন একটা ছেলে।] এক পুরির দোকানে চা খেতে বসেছি। হঠাত শুনি, বাংলায় র্যা প !! আবার জিগায় !! সাথে সাথে লাফ দিয়ে মামাকে ধরলাম, মামা তুমি চা বেচ আর RAP শুন ? ঘটনা কী ?
বলল, এলাকার এক ছেলে নাকি মোবাইলে শুনতেছিল আর চা খাইতেছিল। মামার গানটা অনেক ভাল লাগছে, তাই মামাকে ওই ছেলে কী মনে করে যেন সিডি তে রাইট করে দিয়ে গেছে। শুনে আমি তো পুরা মুগ্ধ। তখনই ওই সিডি কিনি। উনার কাছ থেকেই। ১৫০ টাকা। ৯ টা গান ছিল। পরে যার থেকে ৭ টা ওদের এলবামে রিলিজ পায়। গণহারে সবাইকে দিয়ে বেড়ালাম। এই ঝোঁক ছিল প্রায় ২-৩ মাস। নতুনত্বের মজাটাই তখন আমার কাছে বিশেষত্ব। যাই হোক, এখনও স্টয়িক ব্লিসের প্রায় ১৭ টার মত আনরিলিজড গান আছে আমার সংগ্রহে।
এরপরে আমাকে RAP এর দিকে তাকাতে হয় নি তেমন। সব কেমন যেন ছড়া ছড়া লাগত। কিন্তু, ওই যে বললাম , নতুনত্ব।
RAP আর গ্যাংস্টার RAPর পার্থক্য আছে। গ্যাংস্টার RAP এ প্রেম কাহিনী থাকবেনা, থাকবে কোমরের দুই পাশে দুই ঘোড়ার কাহিনী।অনেকে বুঝেনা। ‘যারা শোনেন না, একবার শুনে দেখেন না।‘
বাংলাদেশের গ্যাংস্টার RAP আবার আমাকে এই দিকে টেনেছিল, ইন্টার সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে। তবে, তাও অল্প কয়দিনের জন্যই মোহটা ছিল। বাংলাদেশে এখন এসব হচ্ছে, হিট পায় ভালই। কিন্তু, এতে গানের মান আসলে ভালর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে বুঝতেছিনা। ভিন্নতা আসলে ভাল জিনিস, তবু কোনটা কাদের জন্য তা আসলে নির্ধারণের ব্যাপার আছে।
আমার মোহ অল্প দিনের থাকলেও এটার একটা মাজেজা আছে। সেটা হল, কোন টাইপের গান যদি ২ সপ্তাহ আমার ভাল লাগে, তার মানে ১৪x১৬ = ২২৪ ঘন্টা ওই গান নিয়ে পড়েছিলাম।সুতরাং, সেটা নিয়ে মোটামুটি বলার মত অনেক কিছুই এসে পড়ে আমার ভাণ্ডারে।
আমাদের এদেশে এখন যেসব গ্যাংস্টার RAP হয়, সেগুলো আসলে বাইরের দেশগুলোর অনেক ব্যান্ড থেকে খুব একটা পিছে না।
আমাদের দেশে এই ঘরাণার র্যা পের সবচেয়ে হিট ব্যান্ড হল ‘দেশী এম সি’জ’।
মজার ব্যাপার হল, এদের এলবাম রিলিজ হবারও প্রায় ৫ মাস আগেই আমি পেয়ে যাই। এবার আর কাকতালীয় ভাবে না, বরং খোঁজ খবর রাখেছি স্টুডিও গুলোর। একারণে।
ডি জে র্যা ফ, ডি ব্রিঘা’জ, এম জি স্যাক, স্কিব খান (আসলে তার নাম সাকিব খান, আমার পার্সোনাল ফেবারিট), জেসপার, লাহুস্তা সহ আরও কে কে যেন আছে এই লাইনে।
আরও আছে কয়েকজন এক্সক্লুসিভ। থাগস অব ঢাকা, স্ট্রিপার, স্নিচার, লাল মিয়া, আপটাউন লোকোস, এমএসএস সহ আরো কয়েকজন।
এক্ষত্রে সবচেয়ে বেশি হিট হয়, তিনটা এলবাম।
ব্যানড
কাঁটা তারের বেঁড়া
ব্যানড (ভার্সন ২) [পার্সোনালি , এই এলবামটা দারুন লেগেছে আমার কাছে।]
লাল মিয়া এক্সক্লুসিভস
অনেক নতুন ব্যান্ড এগিয়ে আসছে।
শত ইংরেজি গান শোনার অভ্যাস থাকলেও,ওদের এত ফাস্ট আর অস্পষ্ট ইংরেজী আর তার সাথে অবলীলায় বাঙ্গলা, আমি তার সবটা বুঝি না। অনেক লাইন বাদ দিলাম। তলানীতে যা রইল, হাল্কা কিছু দিলাম।
[১৮+ লেখার কারণ টা সিরিয়ালি টের পাবেন ।]
আমি বাঙ্গলায় হিপহপ গাই
মাঞ্জা মাইরা গাঞ্জা খাই।
..............................
কাঁচা স্বাদের মত এবার র হইব কড়া
দেশি পোলাপান রাস্তায় ওপেন স্টিক ধরা।
পকেটে অলটাইম থাকে মামা দেশি মাল
২ই টান দিলে পরে, চোঁখ অটমেটিক লাল।
আমরা দেশি পোলাপান,put u mother fuckers hands up
আমরা দেশি এম সি’জ, দেশে হুইপ মার্কা এন্থন।
সামনে যেই থাকে,পিসে থাকে স্কিব খান
তিনজন মিলে বানাই আজব মার্কা পিনিকের গান।
বহুত নকল এম সি’জ আমাদের নামবেইচা খায়
আর আসল এম সি’জ রা শুধু মাঞ্জা মাইরা গাঞ্জা খায়।
- - - - - - - - - - - - - - - - - - -
আমি এই স্ট্রিপ ক্লাবের রাজা
আমার কাম মাইয়া খুইজা দিনে রাতে শুধু নাচা।
Sexy slut,she calls her self moyna
But ass and teats দেখে একদম চয়েজ হয়না।
আজকে পার্টি চলবে সারা রাত
নন-স্টপ পার্টি,সকাল পর্যন্ত সব বাদ।
ওরে বাপরে এ বাপ, তোর কোমরটা হিলাইছ না
ওরে বাপরে এ বাপ। আমার মাথা যায় ঘুইরা।
U like কামিজ with টাইট পায়জামা
বাট, আমি কি like করি আছে তোমার জানা।
So whats u waiting for, it’s a big go
পাবে গ্রীষ্মের তাপ, if u get a bit low।
দেখ মেয়েটা চোখ দিয়ে যেন কি কি কথা বলে,
দুষ্টু হাসিটা হেসে কোলে এসে পড়ে।
As I work it up,this stripper wants to fall
Lick ur finger like it was her goal
I don’t hear,make her wheap like বৃষ্টি
ফোনে সে বলে she missed me ।
Make u feel tipsy, when u kiss me
Skib khan is around to hear the shake scream।
ওরে বাপরে এ বাপ, তোর কোমরটা হিলাইছ না
ওরে বাপরে এ বাপ। আমার মাথা যায় ঘুইরা।
রেডিসনে লাল পানির পুলে সাঁতার কাঁটি
কোলের মধ্যে করে সুন্দরীরা নাচানাচি।
এদের একেকজনে লগে প্রেমের গান আমি গাইছি
U r not their প্রেমিক may be,but মজা আমি পাইছি
ওরে বাপরে এ বাপ, তোর কোমরটা হিলাইছ না
ওরে বাপরে এ বাপ। আমার মাথা যায় ঘুইরা।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
চল ধানমন্ডি ৯ নাম্বার
কোমরে ২ইটা ৯ মিলিমিটার।
গুলশান, ধানমন্ডি বনানী
যখন আইবি, খাইবি দৌড়ানি।
আমি হইলাম মাঞ্জা মাইরা গুন্ডা,হালা so watch me
তোর ১৪ গুষ্টি আজীবন can never stop me
এসব খেলা আমি জন্মের থেকে খেলছি,u should let them know
তোদের মত পোলারে আমি বেইল দেই না, so go and play solo ।
তুই আর আমার বন্দুক,heard to breath
So,আমার লগে গ্যাঞ্জাম বন্ধ,Its best to leave ।
চলি আমি মেয়েদের সাথে বাবর রোড, মোহাম্মদপুর
ছোট ছোট বিচি পোলা চকোলেট দেখলেই বাইর করে ক্ষুর [চকোলেট কোনটাকে বলছে, না বুঝলে নাই।]।
আমার সাথে লাইগনা, লাগলে আবার ভাইগনা
২ই চোখের মাঝখানে পড়বে নিশানা, সেইটা আর উঠবে না।
এমনি করে কথা বলে, নকিয়াটা বার করে
গলার মধ্যে ক্ষুরটা ধরে, বলি এবার পালা দৌড়ে।
সেকেন্ড হ্যান্ডে বিক্রী করে
‘এরাম’ থেকে বোতল কিনে
সারা রাত খেয়ে টাল হয়
দিনে মাথা ঘুরে পড়ে।
এইভাবে বড় হয়, কাউকে করিনা ভয়।
পিস্তলে অলটাইম এক রাউন্ড বিচি রয়।
পোলাপাইন করে গ্যাঞ্জাম, ডাকে বড় ভাই
কয় নাম্বারে লাগব হিট, দিয়া সবাই সইরা যাই।
দেশি এমসি’জ, আমাদের নামটাই একটা threat
সামনে পড়লে তোরা সবাই চকোলেট।
পুরান ঢাকা, ধানমন্ডি গুলশান বনানী
মামা, জায়গায় জায়গায় আছে, আমার গেরিলা বাহিনী।
আর যদি দেখি, উনিশ থকে বিশ,
তাইলে মামা আমার কোমর থেকে বের করব আমার বত্রিশ।
আমাদের দেশি কারবারী,দাইরেক্ট লাগে মাথায় বাড়ি
মামা, পিছে পিছে ঘুরে অল টাইম পুলিশের গাড়ি।
তরে ধইরা চোখ বাইন্ধা নিয়া যামু মহাখালী
এরপরে শরীরের উপর কেরোসিন ঢালি।
আরো প্রায় ৩ মাস আগে থেকে ধইরা কিডন্যাপ কইরা ফালাই
ধোলাই খালে ধোলাই, ঢাকা মেডিকেলে সিলাই।
গুলিস্তানে লইয়া মাথায় মারুম তোরে গুলি
পরে জাদুঘরে লইয়া সাজামু তোর খুলি।
কল্পনা করিনা , যা করি সব সত্যি সত্যি
ব্যাগের ভিতরে থাকে মানুষের টুক্রা ভর্তি ভর্তি।
আমার নাম মানেই জাম, রাস্তায় গ্যাঞ্জাম
দেখিনা কোন ডান বাম, ধইরা মারি ধ্রিম ধাম।
চল যাই ধানমন্ডি, চল যাই বনানী
কোমরে ২ই টা বান্ধবী, এদের কাছে ৭ টা গুলি।
- - - - - - - - - - - - - -- - - - - - - - -
আজব প্যাচাল পারিস না, পারিস না না পারিস না
আজব ক্যাচাল করিস না, করিস না না করিস না
হঠাত করে কি হল,সবার মুখে এক নাম
এটা আবার কোন সিডি কত টাকা দাম?
ঢাকা শহরে গ্যাঞ্জাম, নিউ এজ, বাপরে বাপ
আজব সব ফল, লাভ নাই লাভ লাই, মুস্তাকিমের চাপ
আজগুবি পাকা ফল কল্পনার বাইরে
আরে ড্রাগনের আগুনে কোন তাপ ত নাইরে
......................................................
বান্ধবীর লগে হালায় আমি মারি টানকি
জিজ্ঞাসা করি, আপনি পাকা পেপে খান কী ?
ইন্টারনেটে আছে কিছু বালের মাতবর
যাগো রাস্তায় পাইলে ধইরা কানের নিএ মারুম থাপ্পড়।
আরে, কাটা তারের বেড়ায় সুপার হিট গান গ্যাঞ্জাম
সবাই ভাবছিল ওইটা দেশি এমসি’জ এর এলবাম।
চকলেট পোলাপাইনের একটাই প্রবলেম,এইট মাইল ছবি দেইখা হইতে চায় Eminem ।
50 cent এর মত মাঞ্জার নিচে পড়ে প্যান্ট, হালায় আজব মার্কা পোলা করে রক ব্যান্ড।
আজব প্যাচাল পারিস না, পারিস না না পারিস না
আজব ক্যাচাল করিস না, করিস না না করিস না ।
স্কিব খান,এই নাম চলে সব স্পীকারে
ভুয়া গান, শুইনা পোলাপান জিগায় ইটা কিতারে?
দেশি এমসি’জ কল্পনার বাইরে, ‘এসিড’ এর বেইল নাই,চু* ওর মা রে।
[এই গানে ভিতরের কাহিনী ধরতে পারলে কমেন্টে আওয়াজ দেয়া আবশ্যকীয়।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
প্রথমে হবে date,তারপরে wet, মানে she is with ur bestmate
Cosmo তে প্রাইভেসি বলে আর কিছু নাই, class 7 এ গার্লফ্রেন্ড মানে ওরা আর শিশু নাই।
Hi fi in rifels, আরে এইটা কী? নিচে পার্টিতে কেন মেয়েদের এন্ট্রি ফ্রি?
‘ডিঙ্গী’তে বোট নিয়ে সেই একই জায়গায় যাই, পুরা চিপা অন্ধকার কোন চিন্তা নাই।
আজকালকার এই ত কালচার, ভাল মেয়ে পাবে সে পকেট ভরা মাল যার।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
[এখানকার গালি গালাজ দেখে কেউ নাক সিঁটকে নিলে, তাদের Eminem, 50 cent এর লিরিক্স পড়ে আসা উচিত।]
আর লিখতে ভাল লাগছে না।আরো লাগলে আওয়াজ তুলবেন।
[গত ৩ মাস Rap শোনা হয় নি। সুতরাং, এই ৩ মাসে নতুন কেউ আসলে আমি জানি না। এই পোস্টের প্রথম পর্বে ব্লগার হাসান মাহবুব আমার এক কমেন্টের প্রসঙ্গে এ বিষয়ে কিছু জানতে যেয়েছিলেন বলেই, এই পোস্টটা দিলাম। এই পর্বটা আমি উনাকেই উতসর্গ করলাম।]
[ইংরেজি সিম্পল Rap ও তেমন শোনা হয় না। তবে, লিনকিন পার্ক, স্টাইওলস অব বিয়ন্ড, ফোর্ট মাইনর এর কথা আলাদা। এরা প্রত্যেকেই অসাধারণ। ফোর্ট মাইনর rap এর প্রতি আমার দৃষ্টিভঙ্গিই পরিবর্তন করে দেয়। মাঝে মাঝে নেলিও শুনি। উনার কণ্ঠটা ভাল লাগে।]
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



