![]()
দেখতে দেখতে এক বছর হয়ে গেল!!! অনেকটা কষ্টেই কেটেছে দিন গুলি.... আজই শেষ রাত!! আমদের শর্তের শেষ দিন!!! আমি কিন্তু আমার কথা রেখেছি এই একটা বছরে একটা বারও তোমায় ফোন দেইনি, এস.এম.এস এমনকি একটা চিরকুট পর্যন্ত দেইনি!!! তবে একটা কাজ করছি
তোমার জন্য ৩৬৫ টা চিঠি লিখেছি... আর শেষের দিন তোমার দেওয়া সেই বেলী ফুলগুলো ছিঁড়েছি... মজার কথা কি জানো, তোমার দেওয়া ৩ টা বেলীফুলে কিভাবে যেন ৩৬৫টাই পাপড়ি ছিল.... তাই তো প্রতিটা চিঠিতে তোমার পাপড়ি আর আমার কলমের কালি দিয়ে সাজানো...
একটি নতুন সকাল আর একটি নতুন দিনের অপেক্ষায়...
সাথে সম্পর্কটা আরও একটু শক্ত করার প্রত্যয়ে...
তোমার একটা কথা খুব মনে পড়ছে আজ,
আমাদের সম্পর্কটা বৃত্তের মত যার কোন শেষ নেই....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




