Justice এর জন্যে আয়নাঘর বা গুয়ানতানামো কারাগার বানানো হয় না। এগুলো বানানোই হয় গোষ্ঠী নিধনের জন্যে। ভীতি ছড়ানোর জন্যে। তাই দামেস্কের সেদনেয়ার মত কারাগার গুলোতে যারা বন্ধী হয় তারা সাধারনত চোর, ডাকাত বা খুনী হয়না। এগুলোর বাসিন্দা হয় বিপ্লবীরা।
.
ছোট্ট একটা কবিতা, ছড়া, ফেসবুক পোষ্ট, ফটো, কয় মিনিটের বক্তৃতা, জন সমাবেশ, কিংবা একটা মুভি, একটা রীল, বা কার্টুন বানানোর অপরাধে এরা বন্ধী হয়ে যায় অন্ধকার আয়না ঘরে। বিপ্লবের সূর্য সন্তানরা আবার সূর্য দেখার আশায় বন্ধীশালায় লাথ্থি মেরে মেরে জীবন কাটায়।
.
আয়নাঘর তাই কখনোই বিচার ব্যবস্থার অংশ হয়না। বিভৎস অবিচারের রাজ স্বাক্ষী হলো এসব কারাগার। যেগুলো আজ হোক বা কাল লাথ্থি মেরে ভাঙ্গতেই হয়।
আর লাথ্থি যদি ঠিক জায়গা বরাবর না পরে, তাহলেই কেবল এটা আয়না নাকি ময়না ঘর, কাঠের নাকি স্টিলের চেয়ার এমন সব তাত্বিক বিষয়ের তার্কিকরা পয়দা হয়।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


