তাপসের সামনে আপসহীন দাঁড়িয়ে থাকা সেই ইমিগ্রেশন অফিসার কে? ত্যাগী পরিবারের বাবু সদস্যকে দেশ ত্যাগে বাধা দিচ্ছিল কোন সাহসে?
কই, বেনজীর, ওসমান বা হাসান সাহেবদের বেলায় তো এমন লোক হাসানোর কাজ হয়নি। দৌড়ানি খেয়ে হাঁসফাঁস করতে থাকা তাপস বেফাঁস কিছু না করে, তার গাঁট্টি-বোঁচকা থেকে কিছু ট্রাম্পের দেশের মুদ্রা ছিটিয়ে দিলেই তো 'ট্রাম্প কার্ড'-এর কাজ হতো। এমন সময়ে কেউ কৃচ্ছতা করে! কাস্টম অফিসারের সাথে চ্যটবক্স এ নগর পিতা কিনা সরাসরি ইনভাইট করে বসলেন জাতির পিতার কন্যাকে!
ঐ ইমিগ্রেশন কর্মকর্তার বোধহয় কোনো কোটা ছিল না। না হয় সে 'স্টুডেম' পার্টির লোক। সম্ভাবনা আছে বেনজীরদের বেলাতেও এমন ফোনালাপ আছে, যার এখনো ‘প্রিমিয়ার শো’ হয়নি।
শেষমেশ নগর পিতা যে তাঁর ফুফুর নির্দেশে ওয়ার্ডে ওয়ার্ডে দলের নেতা কর্মীদের জড়ো করে, নিজে ত্যাগের মহিমায় দেশ ত্যাগ করতে পেরেছিলেন সেটা এক বিরাট অর্জন। এই গরীব আর বাটপারের দেশে নিশ্চয়ই একদিন তিনি ফেরত আসবেন বীরের বেশে, মুচকি হেসে। গলে ফুলের মালা, আর গলায় নতুন গল্প নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


