আমার এক প্রতিবেশি মধ্য বয়স্ক অ্যাংকেল আছেন । সামারে আমাদের সাথে ফুটবল খেলেন । উনার সাথে যে দিন প্রথম খেলি খুব অবাক হয়েছিলাম কারন উনি আমরা অন্যরা বল পেলেই আমাদের নাম ধরে চিল্লায়ে বলতে থাকেন - উপরে মারো,উপরে মারো!! আমি উনার কথায় ভাবলাম উনি মনে হয় অপজিট দলের প্লেয়ারের শরীরের উপরের বল মারার কথা বলছেন । আমরা গোল খাওয়ার পর উনি আমাদের বললেন - তোমরা সবাই উপরে উঠ আমি নিচে আছি । আমি তো টাসকিত কি বলে এসব- আমরা সবাই উনার উপরে উঠব মানে !! পরে বোঝলাম উপরে মানে মাঠের সামনে নিচে মানে পিছনে ।
আমি ভাতিজা একদিন স্কুল থেকে এসে আমায় বলে - চাচ্চু আজ আমি আমার টিচারকে বোকা বানিয়েছি । আমি বললাম কিভাবে? সে বলল - টিচার বলছিল আম আঁকতে,আমি কাঁচা আম এঁকে দিয়েছি ।টিচার একদম ধরতে পারেনি,আমার ফাইভ ষ্টার দিয়ে দিয়েছে ।
আমি একবার "সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি" গানটা শুনছিলাম । আমার ভাতিজা আমার কাছে এসে জিজ্ঞেস করে - চাচ্চু সকল দেশের রাজা কোন দেশ??
জিমে যাওয়ার জন্য ১৫ ডলার দিয়ে একটা সাইকেল কিনেছিলাম । একদিন সাইড ওয়াক দিয়ে সাইকেল চালিয়ে জিমে যাচ্ছি। মাঝপথে পুলিশ আমায় থামিয়ে টিকেট দিয়ে দিল । কোর্টে যাওয়ার পর বিচারে আমার ৩০ ডলার জরিমানা দিতে হল । ১৫ ডলারের সাইকেলের জন্য ৩০ ডলার জরিমানা !!
রিয়েল লাইফ জোকস ( ১ম পর্ব )
রিয়েল লাইফ জোকস ( ২য় পর্ব )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




