ভারতের মাওবাদী বিপ্লবীদের নিয়ে অরূন্ধতী রায়ের লেখাটি অনেকেই হয়তো পড়েছেন। ভারতের আউটলুক ইণ্ডিয়া পত্রিকায় প্রকাশিত লেখাটি ফারুক ওয়াসিফের অনুবাদের কল্যাণে আর এই ব্লগের সুবাদে আমারও পড়া হয়েছে।
বর্তমান বিশ্বের প্রধানতম, আর ভারতের একমাত্র বিবেকের কন্ঠস্বর অরূন্ধতীকে সালাম।
আকাশছোয়া সাহস আর সাধারন মানুষের জন্য অসীম ভালবাসা নিয়ে এই মানুষটি ভারতের বঞ্চিত মানুষের জন্য কথা বলে যাচ্ছেন আর কাজ করে বেড়াচ্ছ্নে।
তথাকথিত উন্নয়ন আর কর্পোরেট লোভের দানবীয় শক্তির সামনে কী করে এই ছোটখাট মানুষটি একা বুক দিয়ে দাড়াচ্ছেন মানবিকতার হয়ে, তা ভাবলেও অবাক হতে হয়।
জয় অরূন্ধতী, তোমাকে সালাম, তোমাকে লাল সালাম! বিপ্লব অনিবার্য, সাধারণ মানুষের বিজয় অনিবার্য। আজকে নেপাল, আগামীকাল ভারত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



