
হালকা হাওয়ায় ভেসে আসে গত সময়ের এলবাম
মাঝে মাঝে থেমে যায়, আবার চলে তা অবিরাম
সময় তো এক নদীর মতো, বহমান অবিরত
জল-কণা আর স্মৃতি বয়ে নেয় যত তার গত।
একটু থেমে যদি শুনি, মনে হয় সে চেনা সুর
অতীতের সব কথামালাই ঝড়ে যায় ঝুরঝুর
কখনো সুখের ছোঁয়া, কখনো বিষাদের সুর
তবু সে বয়ে চলে, নিরবধি, নিরন্তর দূর।
সময় বলে, থামিস না তুই, চল আমার সাথে
যা কিছু ছিল মধুর, রাখিস তব স্মৃতির পাতে
আগামী পথের ডাকে সাজিস নতুন আশায়
কারণ, জীবনটাই চলার নাম,যা থামার নয়।
হালকা হাওয়ায় সময়ের হিসাব,নিয়ে হাতে
দেখি আমি ক্ষণিকের কাব্য, চিরন্তন স্রোতে
সময়, তুই আছিস, বহমান থাকবে চিরকাল
আমি ক্লান্ত পথিক, তোরই তালে বেশামাল ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


