
ব্লগে অনেক লোক আছেন যারা সত্যিকার অর্থেই জ্ঞানী তাদের মধ্যে কেউ কেউ ভালো লেখেন কিন্তু সমানভাবে তারা কেউই গল্প, কবিতা, রাজনীতি, ইতিহাস, ধর্ম, দর্শন সহ সকল বিষয়ে পারদর্শী না বা পারদর্শী হওয়াও সম্ভবনা। সে যাইহোক ব্লগার রূপক বিধৌত সাধু তার দুইটি পোস্টে যাদের নাম উল্লেখ করেছে তারা সবাই জ্ঞানী বাট তারা কেউই উল্লেখিত সকল বিষয়ে সমানভাবে জ্ঞান রাখেননা বা রাখাও সম্ভবনা।
ব্লগ ও ব্লগার সম্পর্কে উইকিপিডিয়া কি বলছে দেখা যাক :
উইকিপিডিয়া বলছে, ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ওয়েবব্লগের সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।
বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়। বাকীগুলো ব্যক্তিগত অনলাইন দিনলীপি। একটি ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, এ বিষয়ের অন্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। পাঠকদের মন্তব্য করার সুযোগ দেয়া ব্লগের অন্যতম একটি দিক। প্রায় ব্লগই মূলত লেখাভিত্তিক। কিন্তু কিছু ব্লগ আবার শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিও (পডকাস্টিং) ইত্যাদির উপর গড়ে উঠে। মাইক্রোব্লগিং-ও আরেক ধরনের ব্লগিং, যেখানে পোস্টের আকার তুলনামূলক ছোট থাকে।
সর্বোপরি কথা হলো আমরা যাই লিখিনা কেন সেটা যেন মানসম্মত হয় সে চেষ্টাই আমরা করবো যদিও আমি তা পারিনা।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




