তোমায় দিবো বলে সযতনে সাজিয়ে রেখেছিলাম হলুদ পাতাগুলো
নিঃশব্দতার সাগর থেকে এনেছিলাম আগুনের গান
শুধু তোমায় দেখাবো বলে-
তোমার চোখে লেগে থাকাতো কাঞ্চনজঙ্গা’র আভা
ভোরের রোদ লাগতেই ক্ষণে ক্ষণে পালটাতো রং
আর আমি অনিমেষ সেই রং বদলানোর খেলা দেখতামর
আমাদের শরীর, মন জীবন সবই জেনো আজ কাঞ্চনজঙ্গা
অজানা রোদ্দুর বদলে দেই ক্ষণে ক্ষণে সব রং
কালো হতে সাদা তারপর লাল আবার হঠাৎ করেই বেগুনি কিম্বা লাল
আমি রং বদলের খেলা দেখে যাই অনিবার---
সেগুন ফলগুলো শীতের শেষে টুপটাপ ঝড়ে পড়ে
ঝড়ে পড়ে নতুন সৃষ্টির আশায়-
আমরাও ঝড়ে পড়ি ক্ষণে ক্ষণে
একে অন্যের কাছ হতে, হয়তোবা নতুন সৃষ্টির আশায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



