নতুন প্যাকেজ নতুন ভাবে (হিডেন) চার্জ কাটার ধান্ধা হলো। এর আগেও আমরা দেখেছি সারারাত জিপি টু জিপি ফ্রি কল দিয়া পরে আমাদের যুব সমাজের পকেটের বারোটা বাজিয়েছেন। তারপর এফএনএফ, তারপর হঠাৎ কোথাও যেনো উধাও। তারপর অন লিখে সিস্টেম আপগ্রেড আরো কত কিছু। এবার যে কী করে মানুষের পকেটের টাকা বাতাসে উড়াবে এটা গ্রামীণ ফোনই জানে। তারকা হোটেলে গ্রামের সুন্দর সুন্দর সিন সিনারি, বট গাছ, ছনের ছাউনি ঘর, ঘরের কাছে ছাগল, খড়ের গাদা, মাছ ধরার নানা উপকরণ, কৃষক, গ্রামীন কিশোরীদের এক্কাদোক্কা খেলা, ঘুড়ি-লাটাই, দোতারা হাতে বাউল, ঢোল ইত্যাদি দেখিয়ে, মানুসের মনে ভিতরে ঢুকে নিশ্চয় আগের চেয়ে ভালো কামাই করবেন।
আর বাংলাদেশীরা লাফিয়ে কথা বলবেন কম রেইটে। পরবর্তীতে ওনারা অন্য টেকনিকে পকেটের টাকা বের করবে। ওটা পরে টের পাবো।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



