
যে যেখান থেকে পারে,
খেলে দিচ্ছে, খেয়ে দিচ্ছে।
স্বাধীনতা দিবসে প্রথম আলো ফ্যাব্রিকেটেড নিউজ করল,
নিউজ ৭১ খেলে দিল।
এই দুই গ্রুপের পক্ষে বিপক্ষে খেলা চলছে,
আজ সে তো সাংবাদিক,
কাল ব্যারিস্টার,
পরশু আবার এসাইলাম নেওয়া সম্পাদক।
খেলছে অপ-সাংবাদিকতা কইরা,
কাউন্টার অপ-সাংবাদিকতা,
অতি উৎসাহী ধর ধর,
ভুয়া ব্যারিস্টার,
সদস্য পোদ,
এবিউজ।
আমরা হ্লায় কবিগানের দর্শক,
যখন যে হ্লায় যা কয়,
ওর লগেই মাথা ঝাকাই,
এক ছিলিম পাতা হইব?
আছিস কোনও হ্লায়।
প্রথম আলোর "স্বাধীনতা বিষয়ক" কয়েকটা প্রতিবেদন দেখলেই বোঝা যায়, এগুলো আসলে প্রকৃত বাস্তবতা বিবর্জিত, তাদের হাইলাইট এর মূল বিষয়বস্তু "দ্রব্যমূল্য বৃদ্ধি ", ফলস্বরূপ স্বাধারণ মানুষের ভোগান্তি।
দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে, সেটা বেশ রকমই, আমার নিজেরই এই বাজারে চলতে বেশ হিমশিম খেতে হচ্ছে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রকৃত অবস্থা তুলে ধরাটাই কাম্য, সেটারে যখন ই ফেব্রিকেটেড করা হবে, সেই নিউজ তার গুরুত্ব হারাবে, যেটা এখন হচ্ছে; অবশ্য দুষ্ট লোকে ভিন্ন কথা বলে, উদ্দেশ্য নাকি আসলেই সাধিত হইছে, কি উদ্দেশ্য সে তারা বলে না, নাদানের নিকট এসব প্রকাশ করা ঠিক না তাই তারা ঝেরে কাশে না, আদার ব্যাপারির পক্ষে ওসব বোঝাও দূরুহ।
জনগন খারাপ আছে, সেইটারে এনক্যাশ না করলে হয় না?
খারাপ আছে, এইটাই তো শ্যাষ, খারাপটুকুন থাকার অধিকার দ্যান।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




