তরে নিয়ে এ ভাবনা,
এর শুরু ঠিক আজ না
সেই কৈশোরে পা দেয়ার দিন
যখন পুরো দুনিয়া রঙীন
দিকে দিকে ফোটে ফুল বসন্ত বিহীন
চেনা সব মানুষগুলো, হয়ে ওঠে অচিন
জীবনের আবর্তে, জীবন নবীন
তোকে দেখেছিলাম, সেদিন
যেদিন, উঠেছিল, সূর্য ভোর
ডেকেছিল পাখি রাত দুপুর
চাদ ও উঠেছিল বিকেল
বসন্ত এসেছিল, বর্ষার দুপুর
আর, সেদিন, সেক্ষণ, প্রেম
তোর চোখেতে তাকিয়ে
তোকে দেখতে লুকিয়ে
দেখে তোকে আড়াল থেকে
রয়ে গেলাম খুব আড়ালেই
সেদিন, তোকে আর তোকে
খুজে ফিরি হারিয়ে, আমাতে বিলীন
আমি যে তোর মাঝে লীন
সে আমার, প্রেমেরই ঋণ
এত এতটা করে, ভাবনার ওপারে
তুই, দিন আমার
তুই, রাত আমার
তুই, আমার ভোর
খুলে মনেরই দোড়
লুকোচুরি সেথায় যে তোর
মনের আঙিনায় বাজে নুপুর
যেন বৃষ্টি হয়, অঝোর ধারায়
যেন, বাজে গানে দোতার
হঠাৎ, দেয়ালে দেয়াল তুলে
সমাজে দেয়াল তুলে
অদৃশ্য কোন সে দেয়ালে
ঘুরে ফিরে এঞ্জেল
সে দেয়াল তোলে বন্ধুত্বের
সে দেয়াল, আমাতে আমার
বেধে গেল এ জীবন
এ ভাবনা, তোরে ত বলিনা
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩০