প্রচন্ড ব্যস্ততার কারনে দম ফেলার সময় পাওয়া যায় না। মাঝে মাঝে হাপিয়ে উঠি, বিরক্তি ধরে যায়, মনে হয় সব ছেড়েছুড়ে চোখ বন্ধ করে বসে থাকি অথবা দূরে কোথাও হারিয়ে যাই। কিন্তু এটা ওই কল্পনা পর্যন্ত-ই, পারিনা, ব্যস্ততা এতই বেড়ে গেছে। অবশেষে গত শীতে কল্পনাকে বাস্তব রুপ দিতে স্কুল কালের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম বান্দরবানের ঊদ্দেশ্যে । বান্দরবান যাবো আর নীলগিরী দেখবো না, তা কি হয়?? বান্দরবান শহর থেকে মোটামুটি ৪০ কি.মি দূরে অবস্থিত নীলগিরীর মেঘমালার সৌন্দর্য্য দেখার জন্য আমরা ভোর ৫টায় চান্দের গাড়িতে করে রওনা দিই। যাত্রাপথের এবং সেখানে পৌছে দেখা সৌন্দর্য্যের কিছু অংশ এখানে তুলে ধরার চেষ্টা করা হলো ।
এটা সম্ভবত দেড় হাজার ফিট উপরে,এই প্রথম বিস্তীর্ণ মেঘমালার উপরে আমরা-
পথে চলতে, পথে চলতে-
আকাশ এবং মাটি যখন একই বিন্দুতে
মেঘ আলয়
প্রিয়াকে নিয়ে পাশাপাশি বসে সকালের চা পান করার উত্তম স্থান
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন
মেঘ সরে যাওয়ার পরে
আশা করি আপনাদের ভালো লেগেছে ছবিগুলা। পরবর্তী পোষ্টে আরো কিছু ছবি প্রকাশ করা হবে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



