# ক্যাটরিনার গোপন ভিডিউ বের হল অমুক পেইজে। এখন তা মিডিয়ার হটকেক। দেখতে চাইলে অমুক পেইজ লাইক দিন। ডাউনলোড লিংক লক করা হইছে তাই আপনারা লাইক না দিলে পাইবেন না।
# দিল্লীর সেই ধর্ষিতা মেয়ের ভিডিউ বের হল। সেখানে আরো এক লোককে দেখা যাচ্ছে। কে এই লোক তা দেখতে আর ভিডিউ দেখতে অমুক পেইজে লাইক দিন। আবার সেই লিংক লক করা আছে ক্যাচাল।
...
# গ্রামের মেয়েরা শহরে এসে ইয়ে করছে। দেখুন কিভাবে গ্রামের মেয়েরা প্রতারিত হচ্ছে। দেখতে লাইক দিন অমুক পেইজে।
# ফেসবুক বের করল অমুক সফটওয়্যার। সাইজ মাত্র এত কিলোবাইট। ডাউনলোড করতে লাইক দিন অমুক পেইজে। আবার সেই লিংক লক করা ক্যাচাল।
# বাংলাদেশের ইন্টারনেট স্পীড ছোলো তা ফাস্ট করতে এই এত কিলোবাইটের অমুক সফটওয়্যার বের হল অমুক পেইজে। ডাউনলোড করতে লাইক দিন।
# একটা অশ্লীল জোক দিয়ে অর্ধেকের পর দেয়া হবে See more. জোক দেখতে অমুক পেইজে লাইক দিন।
এভাবেই চলে নামী দামী ফেসবুক পেইজ। তাদেরই লাখেরও উপরে ফ্যান। ভাল পেইজে ফ্যান পাওয়া যায়না। কোন কিছু গবেষনা করে তার সম্পর্কে পোস্ট দিয়ে যা সাড়া মেলে তার চেয়ে ১০০ গুন বেশি সাড়া পড়ে একটা অর্ধনগ্ন মেয়ের ছবি দিলে অথবা একটা খারাপ জোক দিলে। আমি হতাশ।
এতদিন ফেসবুকে ফেসবুকিং এর পর এটুকু জানলাম। ফেসবুকে সুস্থ মানসিকতার বাংলা পেজ ১০ শতাংশেরও কম আর যেগুলো আছে তাদের বেশিরভাগই প্রযুক্তি পেইজ।
================উদাহরণ===============
আজকে বেশ স্বনামধন্য একটা ফেসবুক পেজে (যেই পেজ এ দেখলাম 118k+ লাইক) দেখলাম একটা মেয়ে হারিয়ে গেছে তার বিজ্ঞাপন। মেয়েটার ছবি দেয়া আর নিচে ইনফোতে লেখা:-
"ধর্ষণের শিকার হল কুমিল্লার এক মেয়ে!!
নাম আউরিন!!
৪ জন মিলে ধর্ষণ করার পরে মেয়েটাকে এক নির্জন বাড়িতে রেখে যায়!!
... বাড়িতে ফিরে সবাইকে বললে সবাই মুখ ফিরিয়ে নেয়!!
কোন হৃদয়বান ব্যাক্তি মেয়েটাকে পেলে দয়া করে যোগাযোগ করুনঃ 01829676074
ধন্যবাদ
অনুরধেঃ মেয়েটির বড় ভাই"
মেয়েটার ছবি দেয়ার সাথে সাথে সে যে ধর্ষিতা এইটা বলা বোধহয় অনেক বেশি প্রয়োজনীয় ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


