বাসভাড়া নিয়ে অরাজকতা চলছেই: গ্যারান্টি দিচ্ছি এক বৎসরের মধ্যে সব ঠিক করে ফেলব
বাসভাড়া নিয়ে অরাজকতা চলছেই । এই অরাজকতা থেকে রেখাই পাওয়ার একটাই উপায় ঢাকা ট্রান্সপোর্ট অথরিটি (DTA)নামে একটা কোম্পানি গঠন করুন। পৃথিবীর উন্নত শহর গুলোর মতো (যেমন লন্ডনের লাল মজবুত বাস ) দোতলা, একতালা কিছু বাস আমদানী করুন সুইডেন ও জার্মানী থেকে।ইন্ডিয়ান বা চাইনিজ বাস মাগনা দিলেও আনা যাবে না।
বাস কোম্পানিগুলো বা ব্যাক্তি মালিকানায় একই ধরনের বাস আমদানী করে ভাডায় DTA কে দিতে পারে। DTA এর বাস গুলোতে বাসে যাএীদের ভাড়া কাটার কোন সিস্টেম থাকবে না। সব যাএীরা বাস স্টপের অটোমেটিক মেশিন থেকে পূর্বেই টিকেট কেটে Driver কে টিকেট দেখিয়ে বাসে উটবে।টিকেট মেশিনে মাসিক, সাপ্তাহিক, ওয়ান ডে, বা ওয়ান টাইম ব্যাবহারের টিকেট available থাকবে। টিকেট মেশিনে ক্যাশ বা ডেবিট CREDIT কার্ড accept করবে।বাসের ভিতরে বিনা টিকেটের যাএীদের জরিমানা করার জন্য টিকেট চেকার থাকবে কিন্ত তারা কিছুতেই টিকেট ইস্যু করতে পারবে না। নির্দিষ্ট রুটে নিয়মিত টিকেট চেকার না থাকলে, ঐ রুটে ৪-৫ জন টিকেট চেকার মোবাইল কোর্ট পরিচালনা করবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে DTA র চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন। গ্যারান্টি দিচ্ছি এক বৎসরের মধ্যে সব ঠিক করে ফেলব।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


