যানজটে নাকাল গাজীপুরবাসীর আর্শীবাদ রূপে পাওয়া "তুরাগ" ট্রেনটিকে আজ সকালে ষ্টেশনে থামিয়ে রেখে ছিলো ট্রেনে চলাচলকারী যাত্রীসাধারণ । সকাল ৭:২৫মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও বিলম্বে ছাড়ার প্রতিবাদে ক্ষীপ্র হয়ে উঠে সকলেই ।
এসময় অফিসযাত্রী-ছাত্র-জনতা প্রায় মারমুখী হয়ে উঠে ষ্টেশন মাষ্টারের বিরুদ্ধে ।
ইদানিং আন্ত:নগর যমুনা(ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী) সহ বেশ কয়েকটি ইন্টারসিটি ট্রেনের টাইম সিডিউল ঠিক রাখার জন্য কন্ট্রোলরুম থেকে তুরাগ ট্রেনের লাইন ক্লিয়ারেন্স বিলম্বে দিতে থাকে ফলে অফিস/কলেজ/ভার্সিটি গামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আজও বিলম্বে ছাড়ার প্রস্তুতি নিলে যাত্রীসাধারণ যমুনা ও তুরাগ ট্রেনটিকে প্রতিবাদ স্বরূপ প্রায় ৪০ মিনিট ধরে আটকিয়ে রাখে । তুরাগ ট্রেনের সিডিউল টাইম ঠিক রাখার জন্য যাত্রীসাধারণ সরাসরি রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। উল্ল্যেখ্য যে, এই তুরাগ ট্রেনের মাধ্যমেই প্রতিদিন কয়েক হাজার পেশাজীবী মানুষ কর্মস্থলে আসা যাওয়া করে থাকেন।
স্থান: জয়দেবপুর রেলষ্টেশন
৫ই জানুয়ারী ২০১২ সকাল ৭:৫৫ মিনিট
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



