কেমন যেন একটা বিরক্তি ভর করে রয়েছে মনের মধ্যে। কি যে করব? কি করতে মন চাচ্ছে ঠিক বুঝতে পারছিনা? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাও ঠাওর করতে পারছি না।
আমি কি নিজেকে নিয়ে চিন্তিত? নাকি দেশ ও দশের চিন্তা করছি? - আমি পাগল হয়ে গেছি নিশ্চয়, এত বড় বড় মাথাওয়ালারা থাকতে আমি কেন দেশ ও দশকে নিয়ে চিন্তা করতে যাব? আগে নিজের আখের গোছাই পরে দেশ, আপনারা কি বলেন?
আপনারা দেখি কিছুই বলছেন না। কিছু বলুন,
যেমন: কোন সরকার ভাল? ক) খালেদা সরকার? খ) হাসিনা সরকার? গ) এরশাদ সরকার ঘ) বর্তমান তত্ত্বাবধায়ক সরকার?
আমাদের দেশ কবে এবং কি ভাবে দুর্নীতি মুক্ত হবে?
লোড সেডিং কবে হবে না?
কি ভাবে এবং কবে এই দেশের প্রতিটি মানুষ তিন বেলা পেট পুরে ভাত খাবে?
এই দেশের নেতৃত্ব কবে পরিবর্তন হবে?
কে বা কারা নেতৃত্বে আসলে এই দেশ বিশ্বের মানচিত্রে একটি উন্নত দেশ হিসাবে গণ্য হবে?- এই রকম হাজারো প্রশ্ন রয়েছে মনে, কে দেবে উত্তর?
নাকি প্রশ্নগুলো শুধুই প্রশ্ন রয়ে যাবে?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



