জীবনের প্রথম ভুল- ওয়াসির সাথে বাজি লেগে প্রেম করার সিদ্ধান্ত নেওয়া।
জীবনের দ্বিতীয় ভুল- প্রেম করার জন্যে পলিকে বেছে নেওয়া।
জীবনের তৃতীয় ভুল- ক্ষণিকের আকর্ষণকে প্রেম মনে করা।
জীবনের চতুর্থ ভুল- ভুল ভাঙ্গা অতঃপর পলির থেকে দূরে সরে আসা।
জীবনের পঞ্চম ভুল- হিসব-বিজ্ঞানে পাসকোর্স ছেড়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স কমপ্লিট করা।
জীবনের ষষ্ঠ ভুল- বিশ্ববিদ্যালয়ে পাঠের সময় মনে কামনা-বাসনা কে প্রাধান্য দেওয়া ।
জীবনের সপ্তম ভুল- কামন-বাসনা চরিতার্থ করার জন্যে শিখার সাথে প্রেমের অভিনয় করা।
জীবনের অষ্টম ভুল- শিখার দূর্বলতার সুযোগগুলো না নেওয়া এবং সকল প্রকার প্রলোভন থেকে নিজেকে সরিয়ে রাখা।
জীবনের নবম ভুল- শিখার বিয়েতে উপস্থিত না হওয়া।
জীবনের দশম ভুল- পলির সাথে পুনরায় যোগাযোগ করা
যা কিছু ভুল নয়-
দ্বিগুন বয়সী একজনকে বিয়ে করে পলির এক সন্তানের জননী হওয়া এবং কিছু বছর পর এই অনুভুতি হওয়া যে আমাকে ছাড়া সে বাঁচবে না। অতঃপর পুনরায় আমার সাথে যোগাযোগ করা। আরেকবার জীবনের চরম সত্য-অর্থ বিষয়ে উপলব্ধি হওয়ায় আমাকে ছেড়ে তার চলে যাওয়া।
অর্থের সুখ ভোগ করার জন্যে অর্ধশিক্ষিত ফুফাতো ভাইকে বিয়ে করে মাস্টার্স পাশ শিখার জাপান চলে যাওয়া এবং বছর দুই বাদে স্বামীকে তালাক দিয়ে আমার সাথে যোগাযোগ করা।
ত্রিশ বছর বয়সে ভুল করেছি দশটি। প্রতিটি ভুলের জন্যে সময় লেগেছে গড়ে তিন বছর- ভুল শুধরাতে সময় লেগেছে তারও কম সময়।
যারা ভুল করেনি তারা আজ ভুল করার জন্যে প্রস্তুত, কিন্তু আমি আর ভুল করতে চাই না। আমাকে তোমরা ক্ষমা কোরো।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



