সকালে কাবার্ডের ড্রয়ারটা খুলেই চোখে পড়ল নোকিয়া ৩২৩০ সেটের ডাটা ক্যাবল, বক্স ও চার্জার সহ আন্যান্য এক্সেস্সরিসগুলো এবং সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল। কারন গতকাল (২৬ জুন) সন্ধ্যায় আমার সেটটি হারিয়ে গেছে। প্রায় একবছর যাবৎ ব্যাবহার করছি সেটটি: বেশ কিছু প্রয়োজনীয় ডাটা তো ছিলই, তার সাথে সেটটির প্রতি একরকম মায়া-ভালবাসাও যুক্ত হয়ে ছিল।
যদি এমন হতো; যে সেটটি নিয়েছে/পেয়েছে, তাকে বলতে পারতাম; "ভাই সেটটি আমি যত্ন করে রেখেছিলাম, এক বছরে একটিও দাগ পড়তে দেইনাই সেটে, আমার আদরের সেটটিকে যত্ন করে রেখো।"
ব্লগারগণ, আপনারা সকলে আমার সেটটির জন্যে দোয়া করবেন, সেটটি যেন কোন যোগ্য মানুষের হাতে পড়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৮ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



