আমরা একটা দেশাত্মবোধক গান সবাই জানি," এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমরাদের ভুলবো না.......................। এই গানের একটা জায়গায় আছে ," হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় মানুষের ভিড়ে, জ্ঞানী আর জ্ঞুনীদের আসরে তোমাদের নাম কেউ কবে না.........................তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।" বাংলাদেশের ইতিহাসে এখনও এমন অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের নাম কেউ জানে না বা জানার চেষ্ঠাও করে না, যাদের নাম মুক্তিযুদ্ধ ভিত্তিক কোন অনুষ্ঠানে উচ্চারিত হয় না, তারা এখন ভিক্ষা করে, রিক্সা চালায়। অথচ আমার চেনা- জানা ( ব্যক্তিগত নিরাপত্তার জন্য নাম-ঠিকানা বলতে পারছি না কারণ তার টাকার ক্ষমতা আছে যা আমার নেই ) এমন একজন আছে যিনি মুক্তিযোদ্ধা না হয়েও অবসরে গিয়ে আবার মু্ক্তিযোদ্ধা হয়ে ফিরে এসে আবার চাকুরী করছেন, দুর্নীতি করছেন বুক ফুলিয়ে। এ রকম আরও অনেকেই আছে যা আমরা জেনেও বলতে পারি না, আর যারা পারে তারা বলে না, আর যদি কেউ বলতে চায়, কিছু করতে চায় তারা তাদের বাধাঁ দেয় এবং সবই স্বার্থের জন্য, কখনও ব্যক্তিগতভাবে, কখনও দলীয়ভাবে, আবার তারা বছরের কিছু বিশেষ বিশেষ দিনে মুক্তিযুদ্ধ- মুক্তিযোদ্ধাদের নিয়ে বড় বড় কথা বলে, অনেকটা ফরজ নামাজ বাদ দিয়ে ওয়াজিব নামাজ নিয়ে মাতামাতি করার মতো। অনেককেই পাওয়া যাবে কোন দিন মসজিদের দিকে তাকিয়েও দেখে না কিন্তু দুই ঈদের নামাজে দামি পোষাক, দামি গাড়িতে করে ঈদের মাঠে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আর দুই ঈদের নামাজ ওয়াজিব । আমরা মুক্তিযোদ্ধাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো ? এটা কি মিথ্যা ?
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



