ছবি - ittefaq.com.bd
ছবি - thepeninsulaqatar.com
" ফিফা (কাতার) বিশ্বকাপ - ২০২২ " - আর বাকী ২০ দিন। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সাথে সাথে দর্শকদের কাতারে দেখার জন্য দর্শনীয় স্থান সমুহ - লিংক - Click This Link
আর মাত্র কয়েক ঘন্টা। আজ রবিবার ২০ শে নভেম্বর কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা (বাংলাদেশ সময় রাত ১০টা)'য় আল খোরের আল বায়াত স্টেডিয়ামে কিক আউটের মাধ্যমে শুরু হয়ে যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী (ফুটবল) ফিফা বিশ্বকাপ - ২০২২ যাতে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। পর্দা উঠবে মরুর ছোট দেশ কাতারে ফুটবল মহারণের এবং চলবে ২৮ দিন ব্যাপী। ১৮ ডিসেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ২০২২ সালের ফুটবলের এ মহারণের। মরুর দেশ কাতারের অসহ্য গরমের কারনে চিরায়ত নিয়ম ভেঙে গ্রীষ্মের বিশ্বকাপ হচ্ছে শীতকালে। জুন-জুলাইয়ের পরিবর্তে নভেম্বর-ডিসেম্বরে।
বিশ্বকাপ ফুটবলের জন্য কাতারের দীর্ঘ দিনের প্রস্তুতি, ব্যাপক কর্মযজ্ঞ, নানা আলোচনা সমালোচনার ও ক্ষণগণনার পালা শেষ হচ্ছে আর কয়েক ঘণ্টা পরই। কাতারের মরুর বুকে বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি। বিশ্বকাপের এ মহারণে মাঠে ঝাপিয়ে পড়বে ৩২টি দল। সবার লক্ষ্য একটাই, আরাধ্য সেই সোনালি ট্রফি। বিশ্বকাপের মহাযজ্ঞে আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে রয়েছে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানও। কোন মুসলিম দেশ ও মধ্যপ্রাচ্যে এই প্রথম বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ, মরুর বুকে এই মহাযজ্ঞকে স্মরনীয় করে রাখতেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা আয়োজক কাতার আর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার।
ছবি - thepeninsulaqatar.com
ছবি - webuildvalue.com
কাতারের স্থানীয় সময় বিকাল ৫ টা (বাংলাদেশ সময় রাত ৮ টা)'য় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে কাতার বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ডের তারকা জং কুক। এছাড়াও বিশ্বকাপের মঞ্চ মাতাবেন আমেরিকান ব্যান্ড 'ব্ল্যাক আইড পিস' ও রবি উইলিয়ামসদের মতো তারকারা। বলিউডের আইটেম গার্ল তারকা নোরা ফাতেহিও থাকবেন উদ্বোধনী মঞ্চের তারার আলোয়। আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক সরাসরি উপভোগ করতে পারবেন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের। এছাড়া বিশ্বজুড়ে টেলিভিশিনের পর্দায়ও কয়েক মিলিয়ন মানুষ উপভোগ করবেন এই অনুষ্ঠান। বাংলাদেশের গাজী টিভি, টি স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
ছবি - qatarday.com
ছবি - musicmundial.com
২০২২ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করছে -
কাতারে ফিফা ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পারফর্মারদের সম্পূর্ণ তালিকা এখনও ঘোষণা করা হয়নি । তবে দক্ষিণ কোরিয়ার বিটিএস জানিয়েছে, বয় ব্যান্ডের সাত সদস্যের একজন জংকুক অনুষ্ঠানে পারফর্ম করবেন এটা নিশ্চিত। দ্য টেলিগ্রাফের মতে, উদ্বোধনী অনুষ্ঠানে জড়িত থাকার কথা বলা অন্যান্য নামগুলির মধ্যে রয়েছে পপ তারকা শাকিরা, যিনি ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল গান, ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং নোরা ফাতেহি।
ব্রিটিশ গায়িকা দুয়া লিপা কাতার বিশ্বকাপ নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে পারফর্ম করতে অস্বীকৃতি জানিয়েছেন। একটি প্রতিবেদন তিনি জানিয়েছেন যে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না। কিছু স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে শাকিরাও পারফর্ম করবেন না। আবার গায়ক রড স্টুয়ার্ট টাইমসকে বলেছেন যে তিনি কাতারে পারফর্ম করার জন্য ১ মিলিয়ন ডলারের বেশি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এক নজরে ফিফা বিশ্বকাপ জয়ী দল সমুহ -
ছবি - sportstar.thehindu.com
=====================================================================
কাতার বিষয়ক আরো পোস্ট -
৩। " ক্ষণ গণনা " - আর বাকী ১০০ দিন ফিফা (কাতার) বিশ্বকাপ - ২০২২। আসুন একনজরে দেখি কাতার বিশ্বকাপের খুটিনাটি - লিংক - Click This Link
২। " বিশ্ব সেরা বিমানবন্দর - ২০২১ " - বিশ্বের সেরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (স্কাইট্র্যাক্সের বার্ষিক র্যাংকিং অনুসারে) ও আমাদের অবস্থান।লিংক - Click This Link
১।ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২, কাউন্ট ডাউন (২০/১১/২০২০) দুই বছর বাকি।কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ প্রস্তুতির সর্বশেষ আপডেট। - Click This Link
--------------------------------------------------
তথ্যসূত্র ও সহযোগীতায় -
১। Kickoff time for Al Bayt Stadium - লিংক - Click This Link
২।FIFA World Cup Opening ceremony - লিংক - Click This Link
৩।Qatar invites performers from across the globe to showcase their talents during FIFA World Cup - লিংক -
Click This Link
৪। ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু আজ - লিংক - https://www.ittefaq.com.bd/