যাক আশার কথা হলো, গতকাল ও আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় কয়েক কোটি পশু কোরবানি হয়েছে, কোরবানি করে রোহিঙ্গাদের জন্য দোয়া করা হয়েছে।
ওদিকে হজ্বে প্রায় চল্লিশ লক্ষ মুসল্লি হজ্জ করে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য কান্নাকাটি করে দোয়া করা হয়েছে। এই শত কোটি মুসলিমদের একজনের দোয়াও যদি কবুল হয় তাহলে অল্প কয়েক দিনের মধ্যে রোহিঙ্গারা ঘরে ফিরতে পারবে, পরিবার পরিজন নিয়ে দুইবেলা খাইতে পারবে। শিশুরা চকলেট, খেলনা পাবে। বৃদ্ধ নারী পুরুষ ও গর্ভবতি মহিলারা প্রয়োজনীয় চিকিৎসা পাবে।
আর যদি এমনটা না হয় তবে মনে করতে হবে এই ১০০/১৫০ কোটি মুমিনের দোয়া কারোটাই কবুল হয় নাই। অবশ্যই আম্রা এমনটা চাই না। আম্রা চাই জালিম শাসকদের হাত থেকে রোহিঙ্গারা মুক্তি পাক....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



