বাংলাদেশের প্রথম ভিডিও চিত্র শেয়ারিং ওয়েব পোর্টাল হলো বিডিটিউব ডট কম। বিশ্বের অন্যতম ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউবের আদলে গড়ে ওঠা এই পোর্টালটির মাধ্যমে আপনার পছন্দের ভিডিওচিত্রগুলো অন্য ব্যবহারকারীর সাথে শেয়ার করার জন্য সহজে আপলোড করতে পারবেন। পোর্টালটি পাইরেসি রোধেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। পোর্টালে প্রবেশ করলেই পাইরেসি বন্ধের একটি স্লোগান [stop piracy] চোখে পড়বে। পাশাপাশি বিডিটিউব কর্তৃপক্ষ এই পোর্টালকে বিভিন্ন ধরনের পর্নো ছবি থেকে মুক্ত রাখার জন্য আরো একটি স্লোগানও এঁটে দিয়েছেন। সেটি হলো ‘পরিষ্কার রাখুন বিডিটিউব ডট কমকে নানা রকম অপ্রীতিকর ঘটনা থেকে’। ভিডিও আপলোডের জন্য প্রথমেই একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এ সেবাটি বিনামূল্যে পাওয়া যাবে। ভিডিও দেখা ও আপলোড করা ছাড়াও এ পোর্টালের মাধ্যমে বাংলা ও ইংরেজি গান শোনা, গান শোনার তালিকা তৈরি করা, এ সাইট থেকে অন্য সাইটে প্রবেশ করা ইত্যাদির সুবিধাও রয়েছে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রুপ করে নেয়া। গ্রুপ করার ফলে ব্যবহারকারীরা গ্রুপের অধীনে গ্রুপ নেম, ট্যাগ, গ্রুপ চ্যানেল, গ্রুপ টাইপ, গ্রুপ আইকন ইত্যাদি সুবিধা পাবে এবং ইচ্ছানুযায়ী যে কাউকে ভিডিও দেখা ও আপলোড করার আমন্ত্রণ জানাতে পারবে। ভিডিও আপলোডের জন্য আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপলোডের একটি পেজ আসবে। ভিডিও আপলোডের জন্য ভিডিও টাইটেল ও কোন ধরনের ভিডিও তা উল্লেখ করতে হবে। পোর্টালটিতে দেশে ক্ষণিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলিরও ভিডিও চিত্র পাওয়া যাবে। বিডিটিউব ডট কম এ বিজ্ঞাপন দেয়ার সুবিধা রয়েছে। উল্লেখ্য, পোর্টালটিতে কপিরাইট ভিডিও আপলোড না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের প্রথম ভিডিওচিত্র শেয়ারিং ওয়েব পোর্টাল বিডিটিউব ডট কমে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সব আয়োজন। এবার যুক্ত হলো স্টিল পিকচার বা স্থির চিত্র। এখন থেকে ভিডিওচিত্রের পাশাপাশি স্থির চিত্রও রাখা যাবে। আরো যোগ করা হয়েছে অডিও। এখন যে কেউ এ পোর্টালে ঢুকলে মিউজিক শুনতে পাবেন। এছাড়া ‘বেস্ট ভিডিও’ প্রতিযোগিতা তো রয়েছেই। এখন থেকে বিডিটিউবে যে সব ভিডিওচিত্র আপলোড করা হবে তাতে ভোট দেয়ার সুযোগ থাকছে। তবে এ ভোটদানের পদ্ধতিটা একটু ভিন্ন। যে ভিডিওচিত্রটি সারা মাসে সবচেয়ে বেশি দর্শক দেখবেন সেটিই হবে সে মাসের বেস্ট ভিডিও। আর বিজয়ী বেস্ট ভিডিওচিত্র নির্মাতাকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। কি সেই পুরস্কার তা জানতে লগ-ইন করুন বিডিটিউবে। এছাড়াও এ পোর্টালে রয়েছে রেডিও টুডে এফএম শোনার সুবিধা এবং স্যাটেলাইট টেলিভিশন এনটিভি, এটিএন বাংলা, বাংলাভিশন ও বৈশাখী চ্যানেল দেখার সুযোগ। বিডিটিউবের ওয়েব ঠিকানা [www.bdtube.com]
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



