ভালবাসা
কে তুই কি আছে তোর তরে,
সব মানুষই জীবনে এক বার পড়ে।
ভালবাসা
কেউ পায় জীবনে তোর এক মাত্র সুখ,
কেউ পায় অসহ্য যন্ত্রনা যাতনা আর দুংখ।
ভালবাসা
কত মানুষের জীবন করেছিস তুই নষ্ট,
কত মানুষ তোর আঘাতে হয়েছে পথ ভ্রষ্ট।
ভালবাসা
তোর যে নাম তাতে বুঝায় সুখ,
কিন্তূ তুই মানুষ কে দেস কেন এত দুংখ।
ভালবাসা
তুই মানুষ কে দেস নতুন জীবনের সন্দান,
তোর কারনে কত মানুষ করে যায় জীবন দান।
ভালবাসা
তোর বুকে সুখের আসায় রেখেছিলাম মাথা,
তুই যে দুংখ দিলি তা আজো অন্তরে মোর গাথা।
ভালবাসা
তোকে আমি করি অনুরোধ,
সবাই কে তুই রাখিস সুখে,
আমার মত দুংখ দিসনা কারো বুকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



