১. ভালবাসা প্রতিটা মানুষের জীবনে গড়ে ৬ বার করে আসে। একটি বৈজ্ঞানিক জরিপ থেকে একথা জানা যায়। অতএব আপনি যদি ছয়বারের বেশি প্রেম সংক্রান্ত জটিলতায় পড়ে থাকেন, অন্যের কোটা মেরে দিচ্ছেন। আর যদি হয় ছয়বারের কম আপনার ভাগে পড়ে থাকে, নিশ্চয় জানবেন অন্য কেউ আপনার কোটা নিজের থলেতে পুরেছে।
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা মত আছে প্রেম-দশার স্থায়িত্ব সম্পর্কে। তিনি বলেছেন, প্রেম অসহ্য প্রাণঘাতী যন্ত্রণার ব্যাপার। প্রেম চিরকাল টিকলে মানুষকে আর টিকতে হতো না। (দিবারাত্রির কাব্য) অর্থাৎ কিনা প্রেম জিনিসটা দীর্ঘস্থায়ী হয় না। যে প্রেমিক-প্রেমিকা বিয়ে করেছেন, জানবেন তারা প্রেম করছেন না। তবে দুজনের মধ্যে চমৎকার বোঝাপড়া থাকতেই পারে (নাও পারে)।
৩. ইংরেজিতে একটা শব্দ আছে Calf-Love এর অর্থ কৈশোর-প্রেম, বাল্যলীলা। হিন্দি ছবিতে এটা দেখা যায়। অথবা রোমিও-জুলিয়েট দেখে নিতে পারেন।
৪. একটা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, রাজনৈতিক নেতাদের জিনে প্রেমের আকর্ষণ ক্ষমতাও থাকে বেশি। এ কারণেই লেনিন-মাও সেতুং থেকে শুরু করে ক্লিনটন পর্যন্ত সবার জীবনী অত্যন্ত আকর্ষণীয়। আর বাংলাদেশের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের কথা না হয় না-ই বললাম।
৫. চালাক পুরুষ+চালাক নারী = রোমাঞ্চ
চালাক পুরুষ+বোকা নারী = প্রেম
বোকা পুরুষ+চালাক নারী = বিয়ে
বোকা পুরুষ+বোকা নারী = প্রেগন্যাসি
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



