আজকে এক OFFICE এ গেছিলাম
ওখানকার RECEPTIONIST মহিলার PHONE এ আলাপচারিতা..........
""""আব্বু কি কর ?? খাইছ ?? এখনও খাও নাই !! ...............কি খাবা মানে ??? star থেকে রুটি আর ভাজি আনায়ে নাও """"
(এইটা উনার পোলা, NO DOUBT)
""""তুমি কই ?? তোমার ছেলে তোমাকে খুজতেছে......ওকে call দাও""""
(এইটা উনার husband, CONFIRMED)
""""আর বইলো না, সেই সকালে আসছি, এখন খাবো, তুমি খাইছ ?? ছেলে টা জানো বাসায় একা......এখনও কিছুই খায় নাই.....ওরে ভাল একটা school এ না দিয়ে তো শান্তি পাইতেছি না""""
(এইডা কেরা ??? :o ........................ EX-BF নাকি !!!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




